টুডে ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ কেন??? . .নাকি তাদের এলার্জি ইসলামের প্রতি???

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫০:৫৯ বিকাল

সরকারের চুলকানি কি টুডে ব্লগের প্রতি না কি চুলকানি'টা ইসলামে প্রতি?

.

.

.ইসলামের প্রতি যদি সরকারের এলার্জি না থাকতো! তাহলে টুডে ব্লগ বন্ধ করতে বার বার নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারতোনা!!!

.

.

.ধর্মকারি.চুত্রাপাতা সচলায়তন সামহোয়ার ব্লগে আজো নাস্তিক ব্লগাররা আল্লাহ এবং রাসুল সাঃ কে নিয়ে বাজে বাজে লিখা লিখে চলেছে!!!

.

.

.এই'ব্লগ বন্ধ করার জন্য আন্দোলন করেছে ইসলাম প্রিয় জনগণ!!!

.

.

.জনগণ আন্দোলন করলেও নাস্তিক সরকার নাস্তিকদের জামাই আদর করেছে! এখনো করে চলেছে!

.

.

.আর টুডে ব্লগে আছে একঝাক বিপ্লবী ইসলামিক ব্লগার যারা সুন্দরভাবে ইসলামের প্রচার করে যাচ্ছে!!!

.

.

.দিয়ে যাচ্ছে নাস্তিকদের কথার সমুচিত জবাব!!!

.

.হয়তো এ.জন্যই সরকারের এই নগ্ন হামলা!

.

.

.সরকার'কে একটা কথাই বলবো জালিমরা কখনো চিরস্থায়ী ক্ষমতার অধিকারী থাকেনা!!!

.

.আজকে টুডে ব্লগ বন্ধ করতে পারবেন কিন্তু লাখো মানুষের ধরাজ কণ্ঠ কে নয়!!!

.

.লক্ষণ সেনের ইতিহাস ভুলে যাবেন না বখতিয়ার খলজির উত্তরসুরিরা বাংলাতে এখনো আছে!!!

.

.টুডে ব্লগে নগ্ন হস্তক্ষেপের জন্য মুখের একদলা থু থু নীসৃত নিন্দা জানাচ্ছি অবৈধ নাস্তিক সরকারকে!

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263710
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
মামুন লিখেছেন : ব্লগ বন্ধ করতে পারলেও ব্লগারদের হৃদয়ে ইসলামের প্রতি যে ভালোবাসা রয়েছে- তা কীভাবে বন্ধ করা যাবে?
অনেক শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
263726
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
নীল জোছনা লিখেছেন : জামাতি তালেবানদের অত্যাচারে অতিষ্ট হয়ে সরকার বার বার ব্লগ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ব্লগ থেকে এসব যুদ্ধাপরাধী জামাতি তালেবানদের ঝেটিয়ে বিদায় করেন দেখবেন আরামে বসে ব্লগিং করা যাবে।

তাই আজ থেকে স্লোগান হোক ---
দা ব্ল্লম হাতে ধর
জামাতি তালেবান বিদায় কর
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৯
207355
মনসুর আহামেদ লিখেছেন : @নীল জোছনা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
263746
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
নূর আল আমিন লিখেছেন : mamun@ভাই যাযাকাল্লাহ খাইরান
১১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
207563
মামুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাই @ নূর আল আমিন।Happy Good Luck
263748
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
নূর আল আমিন লিখেছেন : নীল জোছনা@ জামাত শিবির আবার আপনাকে কি করলো?
263795
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসল কারন এই ব্লগ নাস্তিক দের অপকির্তি ফাঁস করছে।
263857
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
নূর আল আমিন লিখেছেন : মনসুর
আহামেদ/ভাই নেরীকুত্তার অনেক নিক
263858
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
নূর আল আমিন লিখেছেন : রিদওয়ান কবির সবুজ/ভাই একদম ঠিক বলছেন
263969
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাইজান এরা দিন দিন এমন এক জাতিতে পরিনত হচ্ছে ,যারা বাচ্চার স্বাধ গ্রহন করে কুকুরের বাচ্চা কোলে নিয়ে । সুতরাং এদের কে বলে লাভ নাই। এরা লজ্জার মাথা খেয়ে বসেছে তাদের মধ্য কিছু হল,@নীল জোছনা,খেলাঘর বাধঁতে এসেছ,গ্রামের পথে পথে।
263983
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
ফেরারী মন লিখেছেন : ভয় পায়। সরকারের খুঁটি নড়ে যেতে পারে।
১০
264018
১১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫০
নূর আল আমিন লিখেছেন : ফেরারী মন
লিখেছেন : ভয় পায়।
সরকারের
খুঁটি নড়ে যেতে পারে।
@একদম ঠিক বলছেন ধন্যবাদ
১১
267706
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৫
এম মিজান রহমান লিখেছেন : টুডে ব্লগে কোন বাকশালদের স্থান চাই না এবং চাইবো না ।এটাকে রাজনীতির ইস্যুতে নেওয়াটা হবে বোকামী...
আমরা ব্লগিংয়ের স্বাধীনতা চাই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File