আমরা জানি আমরা এখনো গুম হয়নি!!!
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৬:১১ সকাল
"আম্মু আব্বু
আসবেনা??
.
.চাচ্চু আব্বু
কি আসবেনা???
.
.
.দাদা আব্বু আমার
আব্বু কোথায়???
.
.
.দাদু
আমি কি আব্বুর
সাথে গরুর
হাটে যাবো না???
.
.
.প্রশ্নগুলো আমার
নয়!!!
.
.
.এই
প্রশ্নগুলো হয়তো!!
.
.
.সিলেটের ইলিয়াস
আলী .
.
.লাকসামের হিরু. ও
পারভেজ!!
.
.
ড্রাইভার আনসার
আলী সহ গুম
হওয়া প্রত্যেকের
ছোট্ট ছোট্ট
সোনা'মনিদের!!!
.
.
.মা তার শিশুটির
প্রশ্নের জবাব
দিতে না পেরে প্রিয়তমর
কথা মনে করে হয়তো জানালার
পাশে অশ্রু
বিসর্জন দিচ্ছে!!!
.
.
.চাচ্চু.টি হয়তো ভাতিজির
প্রশ্নের জবাব
না দিতে পেরে রক্তের
বাধন ভাইয়ের
কথা মনে করে আকাশ
পানে তাকিয়ে কাঁদছে!!!
.
.
.দাদু.টাও নিরব
নিস্তদ্ধ নাতনীর
জবাব না দিয়ে তার
ছেলেটি'র শৈশবের
কথা মনে করে কাঁদছে!!!
.
.
.হয়তো দাদিও'
নাতির জবাব
দেওয়ার আগেই হাউ
মাউ
করে কেঁদেছে উঠছে নাড়ি ছেড়া ধন
সন্তানের
কথা মনে করে!!
.
.
.কারো কাছেই কোন
জবাব নেই!!
হয়তো আশায় বুক
বাধে তারা!!
.
.
.সন্তান
ভাবে বাবা এসে আবার
কুলে নিয়ে ঘুরে বেড়াবে সর্বত্র!!
.
.
.প্রেয়সি ভাবে প্রিয়'তম
আবার
ফিরে এসে গালে একে দেবে ভালোবাসার
গাড় চুম্বন!!!
.
.
.
.ছোট
ভাইটা ভাবে দুষ্টামির
জন্য আবার কঠোর
শাসন
করে বুকে জড়িয়ে নেবে!!!
.
.
.স্নেহ ধন্য
বাবা ভাবে আবার
ছেলেটা এসে পা'য়ে হাত
দিয়ে সালাম
করবে আপন
মমতায় স্নেহ
করবে ছেলেকে!!!
.
.
.গর্ভধারিনী মা ভাবে আবার
তার নাড়িছেড়া ধন
এসে তার আচল
দিয়ে মুখটা মুছবে.
পরম মমতায়
ছেলেকে সেই
ছোট্ট শিশুর
মতো আবার
আগলে রাখবে!!!
.
.তাদের আশা পুরণ
হবে কি না আমরা জানিনা!!!
.
.
.আমরা জানি আমরা এখনো গুম
হয়নি!!!
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন