দ্ধীনদার ইমানদার ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৫:৫৮ সন্ধ্যা

★ সায়েন্স এর যেমন

উপকারী দিক

আছে তেমনি কিছু

ক্ষতিকারক দিকও আছে!

যেমন সায়েন্স

ব্যবহার

করে অনেকে পারমানবিক

বোমা তৈরির মত জঘন্য

কাজ করেছে!আবার এই

সায়েন্স দিয়েই

মানুষের

জীবনকে বাচানোর

সর্বোচ্চ

চেষ্টা করা হয়!

সায়েন্সের সঠিক

ব্যাবহার

করে জীবনকে অনেক

বেশি সমৃদ্ধশালী করা যায়।

.★কোরান ও হাদিসের

জ্ঞানের সঠিক

ব্যবহার মানুষের

ইহকাল ও পরকালের

সাফল্যলাভ করায়!

আবার সঠিক জ্ঞান

সঠিকভাবে আমল

করতে না পারলে এর

পার্শপতিক্রিয়াও

আছে। এর মধ্যে প্রধান

হিসাবে ধরা যায় ধর্ম

নিয়ে ক্রেজিনেস

মানে পাগলামি।

যদি একজন মানুষ পাগল

হয় তখন কোন

সমস্যা নেই, দুইজন

মানুষ পাগল হলেও কোন

সমস্যা নেই, কিন্তু

গ্রুপ ধরে মানুষ যখন

একটা ফর্মুলাকে আকড়ে ধরে এবং পাগল

হয়ে যায় তখন

তারা সেটাকেই

দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায়।

সেটা যেভাবেই হোক!

এতে করেই সংঘাত

সৃষ্টি হয়!

.★ভাইজানেরা ফেসবুকে ব্লগে আপনাদের

ধর্মীয় জ্ঞানের

বদহজমের

বমি করা বন্ধ করুন!

আপনাদের দুইগ্রুপের

জ্ঞানের বদহজমের

গন্ধে সাধারণ

মুসলিমের

অবস্থা কেরোসিন!

সবাই ধৈয্যশীলদের

আচরণ করুন।

এবং আল্লাহর এই আদেশ

আমল করার চেষ্টা করুন

সবাই,

হে ঈমানদানগণ!

ধৈর্য্য ধারণ কর

এবং মোকাবেলায়

দৃঢ়তা অবলম্বন কর। আর

আল্লাহকে ভয়

করতে থাক

যাতে তোমরা তোমাদের

উদ্দেশ্য লাভে সমর্থ

হতে পার।(সূরা,আল

ইমরান ২০০)।

.★অপরের জন্যে আপনার

চিন্তার কি আছে ভাই?

আল্লাহ

সুবাহানাতালাহ তো,

বলেছেন

যে কেউ সৎপথে চলে,

তারা নিজের মঙ্গলের

জন্যেই সৎ পথে চলে।

আর যে পথভ্রষ্ট হয়,

তারা নিজের

অমঙ্গলের জন্যেই পথ

ভ্রষ্ট হয়। কেউ অপরের

বোঝা বহন করবে না।

(সূরা,বণী ইসরাঈল ১৫)



"হে আল্লাহ! আপনার

কাছে আশ্রয়

চাচ্ছি জীবন ও মৃত্যুর

ফিতনা থেকে এবং আশ্রয়

চাচ্ছি অপকারী বিদ্যা থেকে।

আমিন

.

COPY FROME >OMAR HEET নানার ফেইসবুক

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183379
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
183412
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : ঠিক বলেছেন ভাই
183421
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
183439
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
নূর আল আমিন লিখেছেন : ধন্যবাদ শাহিন ভাই মাসুম ভাই মদিনার আলো ভাই
183469
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ লেখাটা কবিতার মত হয়ে গেছে সাজিয়ে প্যারা করে লিখলে ভাল হত।
183512
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
183669
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৮
সজল আহমেদ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File