"রঙিলা নাপিত"

লিখেছেন লিখেছেন হলুদ রঙ মেঘ ২৬ জানুয়ারি, ২০১৪, ১১:১৯:২৮ রাত

'ইলিয়াছ স্যার' আমার সহ-শিক্ষক|

ভদ্রলোকের সাথে আমার বয়সের বিয়োগফল প্রায় কুডি থেকে হালি কম।

তবে স্কুলে আমরা এখনো অপরাজিত ওপেনিং জুটি।

অর্থাৎ কর্মে যোগদান একই সকালের ভিন্ন মহূর্তে।

অন্য সহকর্মীদের তুলনায় স্যারের সাথে আমার প্রেম উচ্ছ সীমার খানিকটা উপরদিয়ে সজোরে প্রভাহিত হয়ে ঘন্টায় ১০০ মাইল গতি সঞ্চার করে।

স্যারের

নিসকলঙ্ক মায়াবী মুখ,চাতক পাখির অপলক চাহনি ও আলংকরিক চারিত্রিক বৈশিষ্ট্য দস্যু মানুষটির কঠিন মনকেও আকৃষ্ট করবে।

উনার অভিযোজন ক্ষমতা একদম বর্ণচোরা সবুজ প্রকৃতির ন্যায় ঝড়বৃষ্টি রোদে ভিন্ন ভিন্ন রুপ ধারণ করে সকলমতাদর্শের মানুষকে আপন করে নেয়।

আবার আপনি যখন উনার মুঠো ফোনের inbox পড়বেন তখন এক কচি মনের মানুষকে খুঁজে

পাবেন আর খিলখিল করে non stop হাসবেন

(আর দাঁতে ব্যাথা

থাকলে inbox টা avoid করবেন নিজ দায়িত্বে)র।

স্যার পাঠদানে একজন নিষ্ঠাবান পন্ডিত।

পড়া বুঝিয়ে দিতে কতশত রসালো উপমার উপস্থা পন করে তা

লিখে শেষ করতে পারছিনা।

আবার শৃঙ্খলার ব্যপারে একেবারে

বজ্র কঠোর।

ছাত্রছাত্রীদের চুল থেকে শুরু করে নখ পর্যন্ত সবকিছু মার্জিত হওয়া চাই।একটু এদিক সেদিক হলেতো কথাই নেই।

(((baki অংশ কমেন্টে দেখুন)))

বিষয়: বিবিধ

১৬১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168187
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:২১
হলুদ রঙ মেঘ লিখেছেন : কথাই নেই ,পূর্বে আদিষ্ট কাজটি নিজ দায়িত্বে শেষ করে দিবেন।
₹চলতি সপ্তাহে কতিপত ছাত্রের নেইমার কাটিং চুল ও জুলপি স্যারের সুনজরে আসে।লাল সংকেতের পূর্বে দেওয়া হলুদ সংকেতও ছাত্রদের নেইমার থেকে মেসিতে রুপান্তর করতে ব্যর্থ হয়।তখন কি আর করা....!
লাল কার্ডদেখানোর সেই মহা ভার স্যারের কাঁধে এসে পড়ল।
হাতে তুলে নিল রঙিন রেজার সাথে শার্প ব্লেড।
রসিক স্যার থেকে
"রঙিলা নাপিত"
তারপর ঘ্যাচাং ঘ্যাচাং...
পরদিন আর কোনো নেইমারকে খুঁজে পাওয়া গেলোনা।
তবে দেখা গেলো বেশ কয়েকজন রোনাল্ড,রিবাল্দো আর জিদানকে...
168207
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫২
নূর আল আমিন লিখেছেন : || জবাব নেই ||
168209
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৮
122092
হলুদ রঙ মেঘ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ স্যার
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
122381
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক
168210
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
লোকমান লিখেছেন : তারপর ঘ্যাচাং ঘ্যাচাং..
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:১০
122094
হলুদ রঙ মেঘ লিখেছেন : :P
168221
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:১১
বেদূঈন পথিক লিখেছেন : ভালো লাগলো
168226
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৮
দ্য স্লেভ লিখেছেন : hmmmm
168230
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:২১
হলুদ রঙ মেঘ লিখেছেন : ধন্যবাদ
168363
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৪
168479
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
সালাহ লিখেছেন : নতুন আঙ্গিকে হৃদয় ছোঁয়া কিছু উপহার দিবার জন্য আমার পক্ষ থেকে অনেক ফুল আপনার জন্য । গ্রহন করবেন কিন্তু , তা নাহলে রাগ ......
১০
168515
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
হলুদ রঙ মেঘ লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File