রবির নতুন সংযোগ অফার ও বাটার Discount বনাম আমার দেশের যুব সমাজ

লিখেছেন লিখেছেন আরমান সাইফুল ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০১:১৭ রাত

আপনারা খেয়াল করে দেখবেন গত কিছু দিন ধরে মোবাইল ফোন কোম্পানী রবির একটি বিজ্ঞাপনে আমার দেশের যুবসমাজকে হেয় করা হয় । বাটা জুতা কোম্পানির Discount উল্লেখ করতে গিয়ে পুরো বিজ্ঞাপনে যুব সমাজকে ১৫ বা ১৬ বছরের মেয়েদের কাছে হেয় করানো হয় এবং ছেলেদের রাক্ষস হিসেবে উল্লেখ করা হয় । যা আমার দেশের যুব সমাজের জন্য লজ্জাকর ও অবমাননাকর ।

সারা বিশ্বের মানুষের কাছে বাংলার দামাল ছেলেরা উপস্থাপিত হচ্ছে ইভটিজার হিসেবে। যার জন্য একমাত্র দায়ী রবি । এসব করে সমস্যা সমাধান হয় না , বরং বাড়ে ।

অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা হোক ।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182951
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক কিছুই হচ্ছে
183018
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১৮
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : নৈতিক অবক্ষয়!!
183034
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা হোক ।
183125
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫১
সজল আহমেদ লিখেছেন : ভাবার বিষয়!
183187
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
শফিউর রহমান লিখেছেন : সহমত। কিন্তু আওয়াজ উঠাবার লোক কোথায়? তরুণ সমাজের রুখে উঠার কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File