স্রষ্টা তার কিছু গুণ সৃষ্টির মাঝেও দিয়ে দেন।--------
লিখেছেন লিখেছেন শর্থহীন ১৪ জানুয়ারি, ২০১৪, ০৩:২০:১০ রাত
বিকেলের শেষ প্রান্তে যখন গোধুলী নামে, আকাশের গায়ে বর্ণিল এক চিত্রের সৃষ্টি হয়। আকাশের সেই রঙটা লাল হয়েও ঠিক লাল না। সহজ ভাষায় আমরা সেটাকে বলি গোধুলির রঙ। এটাও কি একটি মহান চিত্রকলা নয়? কিংবা ধরা যাক, ঝকঝকে নিল আকাশে মাঝে মাঝে সাদা মেঘগুলো এমন টানটান হয়ে ভাসতে থাকে, মনে হয় কেউ যেন ওই মেঘ গুলোর উপর ঝাড়ু টেনেছে।
শুধু ওই বিপুল আকাশের নানান বর্ণের কথাই যদি লিখি, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে। আকাশই আসলে বিশাল এক ক্যানভাস। আর সে ক্যানভাসে নিত্ত চিত্রকলা আঁকেন এক মহান সৃষ্টা। শিল্পী ছাড়া তো আর শিল্প সম্ভব নয়!
স্রষ্টা তার কিছু গুণ সৃষ্টির মাঝেও দিয়ে দেন। এ ব্যপারটা খুব অদ্ভুত। সৃষ্টির যে অসীম আনন্দ, মানুষ নিজেও সে আনন্দের ভাগীদার হয়ে ওঠে। তাই এই জগতে নিত্য তৈরী হয় নতুন নতুন সঙ্গিত, মহান সব চিত্রকলা, ভাষ্কর্য্য কিংবা সাহিত্য।
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখা অনেক সুন্দর হয়েছে তার জন্য আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন