ফরমালিন কাদের বেশি দরকার=== আওয়ামীলীগের নাকি বিএনপির
লিখেছেন লিখেছেন রাজু আহমেদ ০৪ জুন, ২০১৪, ০৫:০৯:০৬ বিকাল
এতদিন কেবল বিভিন্ন খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করার জন্য ফরমালিন ব্যবহার করা হইত । যাহার ব্যবহার লইয়া সারা দেশময় আন্দোলনও কম হয় নি । এত আন্দোলনকে ফরমালিনের অস্তিত্বকে যখন প্রায় বিলুপ্তি করিয়া দেয়ার পথে সেই সময় দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী ফরমালিনকে পুনরায় অস্তিত্ব দিয়া ছাড়িলেন । শুধু কি অস্তিত্ব ! ফরমালিনকে স্থির আবাস স্থল বানাইয়া দিলেন । রাজনীতির ময়দানে ফরমালিনের অনুপ্রেবেশ ঘটাইয়া দিলেন । বিশেষ করে দীর্ঘ দিন ঘরে নিবু নিবু করিয়া জ্বলিতে থাকা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংঘঠনকে নাকি ফরমালিন দিয়া বাঁচাইয়া রাখা হয়েছে, এমনি মত প্রকাশ করিলেন দেশের স্বয়ং প্রধানমন্ত্রী । এবং সে কাজটি তিনিই নাকি করিয়াছেন । দেশব্যাপী ফরমালিন উচ্ছেদের আন্দোলন হইলেও মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যদি ফরমালিনকে রক্ষা করিতে চাহেন তবে কাহার সাধ্য আছে উহাকে তাড়াইয়া দেয়ার । এজন্য ফরমালিনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী একখানা বিশেষ ধন্যবাদ পাইতেই পারেন । রাজনৈতিক দলের কিছু কিছু ফরমালিন বিশেষজ্ঞ আবার মনে করিতেছেন আওয়ামীলীগ সাম্প্রতিক সময় যেভাবে পঁচিতেছে তাতে তাদেরকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফরমালিনের না চুবাইলে তাদের মধ্য থেকে অত্যন্ত দূর্গন্ধ বাহির হইতে পারে । তাতে বাতাস দূষিত হইয়া দেশের জনগণও রোগে পরিতে পারে । কাজেই দেশের গরীব জনগণকে রক্ষা করিবার লাগি বিএনপিকে যেমনভাবে ফরমালিন দিয়া তাজা রাখা হইয়াছে তেমনি আওয়ামীলীগকেও তরতাজা রাখিতে হইতে নয়ত দেশের মধ্যে একটা হুলস্থুল বাজিয়া যাওয়া অসম্ভব নহে । এমনিতেই বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার রাখার কারনে যেভাবে পথ চলার সময়ে নাসিকাকে চাপিয়া হাটিতে হয় তাহাই প্রায় অসহ্য হইয়া পড়িয়াছে এরপরে আওয়ামীলীগ থেকে যদি গন্ধ বের হয় তবে তাহা সহ্য করা যাবে না । এই মহৎ কাজ করিবার জন্য দেশে যে পরিমান ফরমালিন আছে তাহা যদি ফুরাইয়া যায় তবে অতি শীঘ্র ফরমালিন আমদানীর ব্যবস্থা করা হোক এবং ফরমালিনের বিরুদ্ধে সকল ক্ষোভ ভূলিয়া হইয়া জাতীয় স্বীকৃতি দেয়া হোক । রাজনীতিকে বাঁচানো স্বার্থে ফরমালিনের নাম স্বর্ণক্ষারে লিখে রাখা হোক । দেশ বাঁচাতে ফরমালিনে কী মহৎ ভূমিকা তাহা যেন অস্বীকার করা না হয় ।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু শুধু ক্যাঁচাল । কোন লাভ নাই ।উনি এরুপ বক্তব্য ছাড়েন আপনাগোরে ব্যস্ত রাখার লাগি । বুঝবার পারছেন ? ধন্যবাদ ভাইয়া ।
ফরমালিন দেয়া জিনিসই ব্যবহার করুন।
মন্তব্য করতে লগইন করুন