ফেলানির মৃত্যু উপহার
লিখেছেন লিখেছেন ডেমন ০৭ জানুয়ারি, ২০১৪, ০৯:৪২:৪০ রাত
দেবরূপি দাদা,
শুভ ফেলানি হত্যা দিবসের শুভেচ্ছা! শুভেচ্ছা জানানোটা কিঞ্চিৎ নয় অবিমিশ্র আশ্চর্যান্বিত। কিন্তু মোটেও আশ্চর্য হইয়ো না। দাদা তুমি আমার বন্ধুপ্রতিম পড়সি। তোমাতে আমাতে আমরা একে অপর আজ বিলিন হয়ে যাচ্ছি। তোমার নিরবধি অনুগ্রহের দরুন আজও আমাকে নিজের পায়ে দারাতে হয়নি। পেয়াজ থেকে শুরু করে চাল, ডাল, গরু আরও কত কিছুই না দিয়েছ। বলার অপেক্ষা রাখে না আমদের ‘দাদা ভাই’য়ের সম্পর্ক আরও দৃঢ় করতে তুমি আমাকে মুক্তিযুদ্ধে গোলা দিয়েছ, বারুদ দিয়েছ, ট্রেনিং দিয়েছ, রক্তও দিয়েছ। তবে দাদা কেন জানি সিকিমের কথা খুব মনে পরে। থাক ঐ দিকে না গেলাম। আমিও কিন্তু তোমাকে কম দেইনি। তিন বিঘা করিডর নিয়ে বেরুবারি সীমান্ত দিয়েছি যাতে তোমাকে সেভেন সিস্টার্সকে না হারাতে হয়। ট্রানজিট দিলাম, ফারাক্কা বাঁধ দিলাম, তিস্তার পানি চেয়েছ তাও দিলাম। ১০০ জিবি ব্যান্ডউইথ চেয়েছ তাও দেব। টিপাইমুখ বাদ দেওয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছি। এইতো কিছুদিন হল সুন্দরবন ধ্বংস করে তোমাকে তাপবিদ্যুৎ কেন্দ্র দিলাম। যা চাও তাও দিব। বল কি দেইনি তোমায়? আমার ঘরোয়া নীতিতে তোমাকে একচ্ছত্র আধিপত্য দিয়েছি। আর বাণিজ্যের হিসাবনিকাশেও তোমাকে কম দেইনি। ২০১০-১১ অর্থবছরে আমি তোমাকে দিয়েছি ৪৫৭০ মিলিয়ন ডলার আর তুমি আমাকে দিয়েছ মাত্র ৫০০ মিলিয়ন ডলার। ২০১১-১২ অর্থবছরে আমাদের দেওয়ানেওয়া ছিল ৪৯৮৮.৬ ও ৫৪০ মিলিয়ন ডলার। তোমার আমার অনুবন্ধ অত্যন্ত প্রবল ও নয়নাভিরাম। দেখ দাদা আমার ঘরের লোক যাতে তোমার ঘুমে জালাতন করতে না পারে তাই কাঁটাতারের বেড়া দিলাম। দাদা আমার ঘরের সদস্যরা বলে তুমি নাকি আমার উপর ঠাকুরালি করছ। তারা বলে তোমার আমার বন্ধন যদি সেবকচিত হতো তাহলে নাকি সীমান্তে আমার ভাই বোনকে হত্যা করতে পারতে না। দেখছ দাদা ওরা কত অবুঝ! ওরা জানেনা রক্তবিহীন কোন সম্পরকই নিখুত হয়না। তবে দাদা তুমি চিন্তা কর না আমি ওদের কথায় মোটেও বিচলিত নই। দেখলে না দাদা ফেলানিকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখলে, হাবিবকে বিবস্র করে পেটালে,কত বোনকে ধর্ষণ করলে কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। তুমি দাদা তাই করতেই পার। আর ওটাতো ধর্ষণ নয়। তোমারও তো যৌন চাহিদা আছে। আর সেটা পূরণ করা আমার কি দায়িত্ব নয়? থাক, বাদ দাও ওসব। তবে দাদা আমি কিন্তু বিশ্বাস করি সম্পর্ক দৃঢ় করতে রক্তের কোন বিকল্প নেই। দাদা আজ জানুয়ারির সাত তারিখ। মনে আছে ২০১১ সালের এইদিনে তুমি আমার বোন ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রখেছিলে? দাদা তুমি জান? আমি আজ ফেলানি দিবস পালন করছি। দাদা আমার ঘরের সদস্যরা বলে তুমি কেন রক্ত দেও না। দাদা আমি একা একা ফেলানি দিবস পালন করব সেটা বুঝি আমার খারাপ লাগে না! তাই দাদা তোমার প্রতি আমার একটা আবদার আগামীবছর এই দিনে আমি তোমার বোন শ্রাবন্তির রক্ত নিয়ে সম্পর্কটাকে আরও দৃঢ় করব। তারপর এক দিনে একসাথে দিবস পালন করব। কত মজা হবে তাই না? না করতে পারবা না কিন্তু, হুম বলে দিলাম। আমি আর আমার ঘরের লোকেরা একটা শ্রাবন্তি হত্যা দিবস চাই। দিবে দাদা? দিবেতো?
তোমার গোলামরূপি
ছোটভাই
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন