রাজাকারদের পরিনতি সুখকর নয়

লিখেছেন লিখেছেন সাঈদ রাহমানী ০৩ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৭:১২ সকাল

ভিয়েতনাম যুদ্ধের পর ভিয়েতনামী রাজাকারদেরকে আমেরিকানরা ভিয়েতকং এর হাতে ছেড়ে দিয়ে চলে যায়।

আফগান যুদ্ধে রাশিয়ানদের পক্ষ অবলম্বনকারী আফগান রাজাকারদেরকে রাশিয়ানরা অসহায়ভাবে ফেলে রেখে চলে যায়। পরিণতি অত্যন্ত করুণ! বর্তমানে সেখানে যারা আমেরিকানদের পক্ষে কাজ করছে তারাও সেই করুন পরিনতির অপেক্ষা করছে।

পাকিস্তানীদের পক্ষ অবলম্বনকারী বাংলাদেশী রাজাকার ও বিহারীদেরকে মুক্তিযোদ্ধাদের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে তারা।

বর্তমান পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ চলছে। এটা গোটা মুসলিম জাতির বিরুদ্ধে ক্রুসেডারদের একটা সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধেও মুসলিম জাতির মধ্য থেকে একটি অংশ ক্রুসেডারদের রাজাকার হয়ে তাদের পক্ষ নিয়েছে।

মনে রেখো হে রাজাকাররা! পরিণতি তোমাদের মোটেই সুখকর হবে না।

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158597
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪০
লোকমান বিন ইউসুপ লিখেছেন : পড়লাম
158618
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
নাবীল লিখেছেন : রাজাকার দের নিয়ে যারা বেশি মাতা মাতি তাদের পরিনতি ও এতো সুখের হবেনা।রাজাকার দমনে তারা যত খুশি মনে হয়না রাতে তারা আরামে ঘুমাতে পারছে না ভয়ে।১ বছর থেকে না হয় ১০ বছর কয়বছর দাবিয়ে রাখা যাবে।যখন স্পুলিঙ্গ ছড়িয়ে পড়বে তখন কে কাকে বাছাবে।
158626
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লেখাটা আগেও পড়েছি ফেসবুকে আপনার লেখা ছিল?
158632
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ সাঈদ রাহমানীকে ।
আমাদের দেশের রাজাকারদের মত ভাগ্যবান রাজাকার বিশ্বের অন্য কোথাও আছে কি?
ওরা রাজনীতি করার সুযোগ পেয়েছে,এমপি মন্ত্রী হয়েছে এবং ৪২ টি বছর বিচারের উর্ধ্বে থেকেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File