সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের গুলিতে জামায়াত কর্মী আহত
লিখেছেন লিখেছেন জুনায়েদ শ্যামনগর ২৮ ডিসেম্বর, ২০১৩, ১১:১৫:০০ রাত
কলারোয়ায় পুলিশের
ছোড়া গুলিতে জামায়াত
কর্মী আহত হয়েছে।
শনিবার বিকেল
সাড়ে ৪টায়
কলারোয়া উপজেলার
ক্ষেত্রপাড়া গ্রামে এ
ঘটনা ঘটে। জামায়াত
কর্মীর নাম মুকুল
হোসেন (২৮)।
সে ক্ষেত্রপাড়া গ্রামের
অজিয়ার
রহমানরে ছেলে।
কলারোয়ার
সরসকাটি পুলিশ
ফাঁড়ির ইনচার্জ এস
আই সাবুর আহম্মেদ
জানান, এলাকায়
নাশকতা সৃষ্টির
জন্য জামায়াত
শিবিরের ৮-১০ জন
নেতা কর্মী ও
সমর্থক ককটেল
নিয়ে প্রস্তুতি নিচ্ছে এমন
খবরের
ভিত্তিতে তার
নেতৃত্বে পুলিশ
উত্তর
ক্ষেত্রপাড়া গ্রামে এক
অভিযান চালায়।
এসময় পুলিশের
উপস্থিতি টের
পেয়ে তারা পুলিশের
ওপর ককটেল ও ইট
পাটকেল নিক্ষেপ
করে। এসময় পুলিশ ৩
রাউন্ড
গুলি ছুড়লে মুকুল
আহত হয়।
পরে তাকে গ্রেপ্তার
করে পুলিশ।
কলারোয়া থানার
অফিসার ইনচার্জ
(ওসি) শাহ দারা খান
জানান, মুকুল হোসেন
১২ ডিসেম্বর
রাতে নিহত আ.লীগ
নেতা মেহেদী হাসান
জজ হত্যা মামলার
সন্দেহভাজন
আসামী।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা জামায়াতের
প্রচার সম্পাদক
আজিজুর রহমান
জানান,
বিষয়টি তারা শুনেছেন
গুলিব্ধি মুকুল
তাদের
দলের
কর্মী কিনা তা খোঁজ
নিয়ে দেখা হচ্ছে।
বিষয়: রাজনীতি
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন