সাধারন মানুষ

লিখেছেন লিখেছেন মোঃ সিরাজুল ইসলাম ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৭:৩০ সন্ধ্যা

আজ আমরা সাধারন মানুষ নেক বেশী সমস্যায় কারন এক দিকে ১৮ দল স্বাভাবিক কর্মসূচী দিলে আওয়ামীলীগসহ তাদের গঠিত প্রশাষন বলেন এবং ব্যবস্থা নেন যে বিরোধী দল নাশকতা করবে সে জন্য তাদের কর্মসুচীকে যে ভাবেই হোক বানচাল করতে হবে আর হরতাল অবরোধ হলে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয় ১৮ দলের কর্মসূচী সফল হয় নি। আর অপর দিকে ১৮ দল সমাবেশ ডেকেছে ২৯ ডিসেম্বর আবার সরকার আবার নিজেরাই বাস,ট্রেন ও লঞ্চ বন্ধ করে দিয়ে তারাই আজ নাসকতার পথ বেচে নিয়েছে । তাহলে যারা সাধারন মানুষ আমরা তারা কোন দিকে যাব।সুতরাং আমি ব্যাক্তিগত ভাবে বিএনপিসহ ১৮ দলের নেতৃ বৃন্দের কাছে আমার পরামর্শ হল আপনারা মার্চ ফর ডেমোক্রেসি হতে না দিলে আবার ৩/৪ দিন পর পর নিয়মিত এ রকম কর্মসুচী দিয়ে আওয়ামীলীগ কে এই হরতাল ও অবরোধের দায়িত্ব দিন তা হলে তারাই বাস,ট্রেন ও লঞ্চ বন্ধ করে দিবে ১৮ দলের নেতৃ বৃন্দের আর বেশি বেগ পেতে হবে না। আর কর্মসূচীও সফল ভাবে বাস্তবায়ন হবে।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File