মুক্তিযুদ্ধের চেতনা বানিজ্য
লিখেছেন লিখেছেন আনোয়ার পারভেজ ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৭:২৫ সকাল
১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিল এদেশের খেটে খাওয়া সাধারন মানুষ। প্রান দিয়েছিল তারাই। অথচ আজ ৪২ বছর পরেও তাদের মর্যাদা কেউ দেয় নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হচ্ছে বানিজ্য ব্যবসা। টিভি চ্যানেলে চেতনার আড়ালে কোটি কোটি টাকার বিজ্ঞাপন প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় জান নিয়ে পালিয়েছেন এমন অনেকেই আজ টিভি ক্যামেরার সামনে চেতনার টিকাদারী করেন। মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে টিভি চ্যানেল। দেশের অবস্থা এমন হয়েছে যে যারা বাম আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকবে তারা হবে চেতনাধারী আর ডান কিংবা ইসলামী রাজনীতির সাথে জড়িতরা চেতনা বিরোধী।
১৯৭১ সালে ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে কেউ যুদ্ধ করে নি। শেখ মুজিবের ছয় দফাতেও তা ছিল না। মানুষ ধর্মীয় আবেগ দিয়ে এ যুদ্ধ করেছে। আজ সেই চেতনা ব্যবহার করে দেশ থেকে ধর্ম বিতারনের কাজ চলছে।
মুক্তিযুদ্ধের চেতনা আজ শুধু শাহবাগী, মুন্তাসির মামুন বা শাহরিয়ার কবীরদের কাছে গচ্ছিত। এরা এই জিনিসটাকে পু জি করে ব্যবসা করছে। এদেরকে মদদ দিচ্ছে কিছু পোষা মিডিয়া।
প্রকৃত সুর্যসন্তানরা এসব দেখে হয়ত অসহায়ের মত হেসে উঠে।
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন