ঠান্ডা মাথায় র‍্যাব খুন করে জাতীয়তাবাদী বীরকে জিসানকে ।

লিখেছেন লিখেছেন রসিক হাকিম ২৩ জানুয়ারি, ২০১৫, ০৪:৫৪:৪৫ বিকাল

সোলোমান উদ্দিন জিসান একজন বিপ্লবীর নাম , একজন সাহসী যুবার নাম । তাহের , তার ছেলে বিপ্লব এবং কাশেম জিহাদির অত্যাচারে যখন নোয়াখালী , লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের নাভিশ্বাস ঠিক তখনি এই যুবার আবির্ভাব লক্ষীপুর সদরের ১০ নম্বর চনদ্রগন্জ ইউনিয়ন এর লতিফপুর গ্রামে ।

জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের নয়নের ম্নি হয়ে উঠেছিল একদিকে অন্যদিকে মূর্তিমান আতঙ্ক ছিল কুত্তালিগের জন্য । একের পর এক মামলা এবং হামলায় অতিষ্ঠ হয়ে পাড়ি জমান সৌদি আরবে , কিন্তু দেশ প্রেম এবং জাতীয়তাবাদী দল(বিএনপি) এর নেতৃত্ব দেওয়ার মানশে আবার ফিরে আসা দেশে ।

জিসান এসেছে ফিরে খবর পৌঁছে তাহের গং দের কাছে , রাতের আঁধারে তার বাড়িতে আক্রম করে , ভেঙ্গে দেয় তার ঘর বাড়ী , তার মাকে করে নাজেহাল । প্রতিশোধের আগুন জ্বলে উঠে । শুরু তাঁদের দাঁত ভাঙ্গা জবাব দিবে । জাতীয়তাবাদী দল(বিএনপি) কর্মী সমর্থকরা ফিরে ফেল সাহস , জীবনের ছন্দ ।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ চন্দ্রগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জিসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এরপর কুমিল্লার দাউদকান্দিতে ভোরে তার লাশ পাওয়া যায়।

যদিওবা পুলিশের ভাষ্য রাত তিনটার দিকে মোটরসাইকেলে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল জিসান। এসময় র‌্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্যে সঙ্কেত দেন। কিন্তু জিসান সঙ্কেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জিসান।

পতন হল আরেকজন জাতীয়তাবাদী তারকা , লিজেন্ড । যারা স্বল্প সময়ে জয় করেছিল অনেকের হৃদয় । ঠান্ডা মাথায় র‍্যাব খুন করে এই জাতীয়তাবাদী বীরকে । সব হত্যার বিচার হবে একদিন এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ্‌ ।

মহান আল্লাহ্‌র দরবারে বিপ্লবী সাহসী যুবার বেদেহী আত্মার মাগফেরাত কামনা করি।আল্লাহ ওর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুক আমিন!



বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301432
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা তো সুস্পষ্ট খুন। কিভাবে ক্রস ফায়ার এর দাবি করা হয়!!
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২২
244026
রসিক হাকিম লিখেছেন : র্যাবের ভাষায় ক্রসফায়ার .
301438
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
অনেক পথ বাকি লিখেছেন : কি বলবো বিএনপি র‌্যাব গঠন করলো সেই ফাঁদেই তারা পড়লো।
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
244027
রসিক হাকিম লিখেছেন : বিএনপি ঠিকই গঠন করেছিল । কিনতু লীগ এটাকে রক্ষীবাহিনী বানিয়েছে ।
301448
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১২
মোতাহারুল ইসলাম লিখেছেন : র‍্যাব এর একটা ভাষ্য দেয়ার দরকার তাই দেয়, এদের কথা কি কেউ বিশ্বাস করে?
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
244028
রসিক হাকিম লিখেছেন : Crying Crying Crying Crying Crying
301452
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৩
শেখের পোলা লিখেছেন : কতই না ভাল হত যদি নিয়তে জেহাদ থাকত৷ ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৯
243855

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আরে ধাৎ, নিয়তে জেহাদ নিয়ে পাকি তালেবানরা কি করছে??
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৪
243858
শেখের পোলা লিখেছেন : হয়তোবা আপনাকেই খুঁছছে৷
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
244030
রসিক হাকিম লিখেছেন : ম্যাডাম আপনি কি জেহাদ বুঝেন ??
301476
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
sarkar লিখেছেন : যারা বিনা কারণে বিনা বিচারে মানুষ হত্যা করে তারা কি মনে করেনা যে এটা অন্যায়?
301655
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
রসিক হাকিম লিখেছেন : উপরের আদেশ তামিল করে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File