ভূতের মুখে রাম নাম, ড, মিজানুর রহমান একি বললেন, নাকি ভুলে বললেন?
লিখেছেন লিখেছেন খোলামন ১০ জানুয়ারি, ২০১৪, ১২:১৮:৩০ রাত
ড. মিজানুর রহমান বলেন, সংখ্যালঘুদের হামলার দায় শুধু জামায়াত শিবিরের উপর চাপিয়ে পার পাওয়া যাবে না। স্থানীয় পূজা উদযাপন পরিষদের দেয়া তান্ডবকারীদের তালিকা আমার কাছে আছে। আপনারা ওইসব সরকারি গল্প আমাকে শোনাবেন না।
Click this link
কিন্তু উপরোক্ত কথা গুলো কিভাবে ড,মিজানুর রহমানের মুখ থেকে বের হলো। কিছু দিন পূর্বে্ও তিনি আ:লীগের তোতা পাখির মত কথা বললেন। আল্লাহ কি সত্যি তার হুস ফিরিয়ে দিয়েছে।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে সংখ্যালঘু নির্যাতন আঃমি বাঙ্গালী সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাদের নেতা বলুন আর আঃলীগ সবাই রাজনীতিই করতে চায় । তারা আপনাদের জন্য কিছুই করবেনা। বড়জোর মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করবেন। এর বেশি করার মুরোদ বা ইচ্ছা কোনোটিই নেই এই নতুন আঃলীগ নামক সংখ্যালঘু জাতি/ সম্প্রদায় ।
জয় বাংলার ঐ বর্বরতায় আজো এই অঞ্চলে আল্লাহ'র আরশ কাঁপছে !
এই কি খোদার জমিনে পূর্ব পাকিস্তান নামটি পরিবর্তন করে বাংলাদেশ
সবুজ লালের নাম রেখে উজ্জল স্বাধীনতা ?বিচারের বানী নিভৃতে কাঁদে ।
মন্তব্য করতে লগইন করুন