মুসলিমদের প্রকৃত বন্ধু
লিখেছেন লিখেছেন মনির হোসেন ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:১৭:৪২ রাত
মুসলিমদের সবসময় মনে রাখতে হবে যে, পৃথিবীতে যদি কোন মানব বন্ধু তার থেকে থাকে তাহলে,অপর মুসলিমই তার একমাত্র বন্ধু হতে পারে। অন্য জাতির সাথে তার একাডেমিক সম্পর্ক থাকতে পারে কিন্তু কখনও তার বিশ্বস্ত বন্ধু হতে পারে না। অতীতে এ ধরনের অনেক নজির আমরা দেখেছি। সকল জাতি-গোষ্ঠী এক হয়ে মুসলিমদের আক্রমণ করেছে। মায়ানমারে মুসলিম নিধন, কাশ্মিরে সাম্প্রদায়িক হিন্দুদের দ্বারা স্বাধীনতাকামি মুসলিমদের হত্যা, যুগ যুগ ধরে দখলদার ইহুদীদের দ্বারা শান্তি প্রিয় ফিলিস্তিনিদের বর্বর হত্যাকান্ড, চেচনিয়া, বসনিয়ায় খ্রিস্টানদের অত্যাচার, বাংলাদেশের সীমান্তে ভারতীয়দের দ্বারা সাধারন মুসলিম চাষীদের দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া কি প্রমাণ করেনা যে মুসলিমদের কোন অমুসলিম বন্ধু নেই। গত ৪ই ডিসেম্বর ২০১৩খ্রীঃ ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সাবেক সৈরশাসক জেনারেল এরশাদকে স্পষ্টভাবেই বললেন আওয়ামিলীগ ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় আসে তাহলে মৌলবাদীদের (মুসলিমদের) উত্থান হবে, তা কি আপনি চান? সুজাতা সিং এর এই ধরনের বক্তব্য কতটুকু কুটনৈতিক বহির্ভুত তা এখন আলোচনা করব না। আমাদের মুল বিষয় হলো অমুসলিমরা যতই বন্ধু হওয়ার ভান করুক না কেন তারা যে আমাদের বন্ধু হবেনা তা বুঝতে পারা। সুজাতা সিং এর এই বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি ভারত আমাদের মধ্যে যারা ধর্মহীন তাদের সাথেই সম্পর্ক উন্নয়ন চায়।সমগ্র বাংলাদেশীদের সাথে নয়। আর ইসলামের সঠিক অনুসারী শান্তিপ্রিয় মুসলিমদের সাথেতো নয়-ই। আপনি একজন মুসলিম হিসেবে আপনি কি ইসলামের মুল বিষয়গুলো অনুসরণ করেন না? যদি আপনি মুল বিষকে অনুসরণ করেন তাহলে আপনিও তো একজন মৌলবাদী। তার মানে কি আপনি সন্ত্রাসী হয়ে গিয়েছেন? আসলে মৌলবাদী বলে তারা আমাদেরকে বিভেদ করার ষড়যন্ত্র করছে। প্রথমত তারা অমোদের Divide করছে তারপর আমাদের শাসন করার চেষ্টা করছে। পারিবারিক সামান্য কলহে ভাই তার আপন ভাইয়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবেশী শত্রুকে যেভাবে বন্ধু বানিয়ে পরিনামে নিজের ও নিজ পরিবারের সর্বাত্মক ধ্বংস ডেকে আনে, ঠিক তেমনি মুসলিমরা নিজেদের মধ্যে ক্ষমতা ও বৈষয়িক সুযোগ-সুবিধা ভাগাভাগি নিয়ে খ্রিষ্টান-ইহুদী ও হিন্দুদের বন্ধু বানিয়ে পরিনামে সমগ্র দেশ ও জাতির জন্য সর্বাত্মক ধ্বংস বয়ে আনছে। ইতিহাস ও বাস্তবতার নিরিখে এটাই প্রতিয়মান হলো যে মুসলিমদের বন্ধু কেবল মাত্র মুসলিমরাই।
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন