দাড়াও তরুন ! কোথায় চলেছ নিয়ে- তোমার স্বদেশ ?

লিখেছেন লিখেছেন শারা পান্ডে ২৯ নভেম্বর, ২০১৩, ১০:৪৯:০২ রাত

বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা খারাপ মানুষের সংখ্যার চেয়ে অনেক অনেক বেশি।কিন্তু প্রচারের মাক্রোফোন, পত্রিকা, টেলিভিশন সব হাতেগোনা কিছু খারাপ মানুষের দখলে।এই প্রচার দখল করেই এরা সংঘবদ্ধ নষ্টের জালে জিম্মী করে রেখেছে ১৫ কোটি মানুষকে।

এই প্রচার ব্যবস্থাকে যদি অবাধ করে দেয়া যায়, মাইক্রোফোনকে যদি জনগণের হাতে দিয়ে দেয়া যায় তাহলে অতি সহজে কোটি কোটি মানুষের ভেতর থেকে সমাজ ও দেশকে নেতৃত্ব দেয়ার কয়েক লক্ষ ভালো মানুষকে বের হয়ে আসতে দেয়া কি বিষয় না

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File