পীর সাহেব চরমোনাইর আম্মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন, এখন তাঁকে চিকিৎসার জন্য বরিশালে নেয়ার প্রস্তুতি চলছে,
লিখেছেন লিখেছেন সোহেল তানভীর ২৪ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৯:০৯ রাত
পীর সাহেব চরমোনাইর আম্মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন, এখন তাঁকে চিকিৎসার জন্য বরিশালে নেয়ার প্রস্তুতি চলছে,
প্লিজ! সকলে খাছ করে দু’আ করুন, আল্লাহ তা’আলা যেনো তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন, আমীন।
বিঃদ্রঃ কমেন্টে শুধু আমীন বলেই শেষ করিয়েন না, মেহেরবাণী করে আলাদাভাবেও একটু আল্লাহ তা’আলার দরবারে কায়মনোবক্যে ফরিয়াদ করুন।
উল্লেখ্যঃ আমরা চরমোনাই বাজার মসজিদে মাগরিবের নামায পড়তেছিলাম, নামায শেষে হঠাৎ চেয়ারম্যান সাহেব (সৈয়দ আবুল খায়ের) শায়খকে (মুফতী সৈয়দ ফয়জুল করীম) দা.বা.কে খবর দিলেন যে, আম্মা অসুস্থ হয়ে পড়েছেন, দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছেন। সাথে সাথে শায়খ আওয়াবীন/নফল নামায বাদ দিয়ে মায়ের সেবার জন্য ছুটে গেছেন, এরপর পীর সাহেব চরমোনাইসহ সবাই তাঁদের মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কাছে ছুটে গেছেন। এখন তাঁকে স্পীড বোড যোগে বরিশাল নেয়া হবে।
বিষয়: বিবিধ
১৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন