***---বিড়ালের কঠোর কর্মসুচির হুমকি---***

লিখেছেন লিখেছেন মুশির কাব্যের ফুল ৩০ নভেম্বর, ২০১৩, ০৪:৫৫:২৫ বিকাল

কালো বিড়াল ভেবে ভয় পাবেননা কেউ প্লিজ ।এটা নিস্পাপ মাসুম একটা বাচ্চা ।চুরি দুরে থাক এখনো পৃথিবীর কোন খাদ্যই আজ ও স্পর্শ করেনি সে !সে তার জন্মের পর পরই শুনে চাপা শয়তান টাইপের মানুষকে ভেজা বিড়াল বলে মানুষ !স্বজাতির এইটুকু অপমান সে অনেক কষ্টে সহ্য করলেও আজ কয়েকদিন চারপাশ থেকে শুধু কালো বিড়ালের কীর্তি শুনতে শুনতে সে আর নিজেকে সামলে রাখতে পারেনি ।প্রচন্ড অপমানে কষ্টে সে আজ সারাদিন অনশন করছে বলে বিড়ালিয় সুত্রে প্রকাশ !জানা যায় সে আজ তার মাকে তার কাছে ও ঘেঁষতে দেয়নি ।

সে ক্ষোভ প্রকাশ করে বলে আর কতদিন এইভাবে মানুষ তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে ?

বিড়াল হলেওতো তাদের একটা ইজ্জত আছে !সে অবিলম্বে একটা তদন্ত কমিটি গঠনের দাবি জানায় ।।না হয় সে আগামিকাল বিড়াল বন্ধন দিয়ে তার কঠোর কর্মসুচির সুচনা করবে বলে হুমকি দেয় !

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File