মিছিল ভালোবাসি
লিখেছেন লিখেছেন জীবাশ্ম বাবা ২৭ নভেম্বর, ২০১৩, ০৯:১৫:০৮ রাত
ছোট বেলা থেকে মিছিলের প্রতি ঝোঁক ছিল। জীবনে প্রচুর মিছিল করেছি। এখন চাকরি করি। মিছিলে যাওয়ার ইচ্ছে থাকলেও সবসময় হয়ে ওঠেনা। তার পরো রাতে সুজক পেলে হাতছাড়া করিনা।
কিন্তু যখন নিচে রাস্তাই---- জয় বাংলা স্লোগান সুন্তে পাই , তখন মনে হয় --- অফিসের জানালা দিয়ে পাথর মারি মিছিলে।
আর যখন আল্লাহু আকবার স্লোগান শুনি তখন ---- মনে হয়, সব ছেড়ে শহীদের তামান্না নিয়ে মিছিলের কাতারে সামিল হয়। আর স্লোগান দেই --- নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন