শাবি প্রশাসনের গোঁয়ার্তুমি : ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা

লিখেছেন লিখেছেন শাহপরান ১৭ মার্চ, ২০১৪, ০২:৫৩:৪১ দুপুর



বিশ্ববিদ্যালয় প্রশাসনের একগুঁয়েমী ও অদূরদর্শী চিন্তার ফলে চরম অনিশ্চয়তা তৈরী হয়েছে আগামী ২১.০৩.২০১৪ তারিখে অনুষ্ঠিতব্য ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা নিয়ে। গুচ্ছ পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা কাটতে না কাটতেই আবারো নতুন জটিলতা সৃষ্টি করেছে শাবি প্রশাসন। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেয়ে নিত্য-নতুন সমস্যা তৈরীতে সিদ্ধহস্ত বর্তমান প্রশাসন



নানা বিতর্কিত কর্মকান্ডে সারা বছর শিরোনামে থাকার পর আবারো আলোচিত হয়ে উঠেছে ১৪জন শিক্ষার্থীকে আজীবন বহিস্কারের মত ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়ে। সম্পূর্ণ দলীয় লেজুড়বৃত্তির বশবর্তী হয়ে কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে এ রকম একপেশে সিদ্ধান্ত নেয়া হয় ১৮৩ তম সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোন প্রকার সুষ্ঠু তদন্ত ব্যতীত এ অন্যায় সিদ্ধান্ত গৃহীত হয়। একসঙ্গে এত বেশী সংখ্যক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে আজীবন বহিস্কারের নজির বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।



এ ঘটনার প্রতিবাদে শুরু থেকেই নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা ।

এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে লিফলেট বিতরণ,সুশীল সমাজের সাথে যোগাযোগ, মানববন্ধন-প্রতিবাদ মিছিল ও সর্বস্তরের জনসাধারণের মধ্যে গনসংযোগসহ পক্ষকালব্যাপী কর্মসূচী পালন করা হয়।

কিন্ত এতেও দলকানা প্রশাসনের বোধোদয় না হওয়ায় বিগত ১২ও ১৩ই মার্চ সর্বাত্মক ছাত্র-ধর্মঘট পালন করে শাখা ছাত্রশিবির। বহিস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া ৪দিনের সময়-সীমার চতুর্থ দিন অতিবাহিত হতে চলেছে আজ। কিন্তু এখনো পর্যন্ত সংকট নিরসনে কোন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে পূর্ব-ঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামীকাল(১৮.০৩.১৪) থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার ছাত্র- ধর্মঘটসহ আগামী ২০ ও ২১ মার্চ (ভর্তি পরীক্ষার আগের দিন ও ভর্তি পরীক্ষার দিন )সমগ্র সিলেট বিভাগে হরতাল পালনের ঘোষনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা । এর ফলে আবারো অনিশ্চয়তার মধ্যে পতিত হল শাবিপ্রবির ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা। এহেন পরিস্থিতিতে আগামী ২১মার্চ অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা নিয়ে চরম শঙ্কা বিরাজ করছে পরীক্ষার্থী-অভিবাভকসহ সংশ্লিষ্ট সকল মহলে।

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193514
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
১৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪২
144339
শাহপরান লিখেছেন : Good Luck মন্তব্যের জন্য ধন্যবাদ।Good Luck
193536
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৬
শিশির ভেজা ভোর লিখেছেন : এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির দেশটারে ফ্যাতাফ্যাতা করে দিলো। আজ তাদের কালো থাবা বিশ্ববিদ্যালয়ের দিকে।
১৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪৯
144342
শাহপরান লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
193592
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ইবনে আহমাদ লিখেছেন : আপনার আপডেড তথ্যের জন্য ধন্যবাদ। আমরা চাই তাড়াতাড়ি সমাধান।
১৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
144340
শাহপরান লিখেছেন : Good Luck সাথে থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।Good Luck আমরা চাই তাড়াতাড়ি সমাধান। সহমতGood Luck
193661
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
ফেরারী মন লিখেছেন : দেশের ভবিষ্যত নিয়ে এমন ছেলেখেলা ঠিক নয়।
১৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪৬
144341
শাহপরান লিখেছেন : Good Luck মন্তব্যের জন্য ধন্যবাদ।Good Luck
193773
১৮ মার্চ ২০১৪ রাত ০১:২২
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : জুলুম আর কত করবে আমাদের .....?

আমরাও দেখবো কত করতে পারিস....আল্লাহ নিশ্চয়ই মজলুমের পরিক্ষা নেওয়ার একটা সীমা নির্ধারণ করেছেন ....তার পর কই যাবি?
193988
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
শাহপরান লিখেছেন : Good Luckমন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File