যাত্রা শুরু

লিখেছেন লিখেছেন সাইফ রাহমান ২৯ নভেম্বর, ২০১৩, ০৮:৪৭:০৩ রাত

সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যার গোলামি করলে তাঁর নৈকট্য লাভ করা যায় এবং যার শোকর আদায় করলে তাঁর অবদান আরও বেশী পাওয়া যায়।

তাঁরই দেওয়া বায়ু দ্বারা প্রতিটা নিঃশ্বাস যা আমরা গ্রহন করি,তা আমাদের আয়ু বাড়ায় এবং যে প্রশ্বাস আমরা ত্যাগ করি, তা আমাদের মনে আনন্দ আনয়ন করে। এভাবে আমরা প্রতিটা নিঃশ্বাসে যার দুটি অমূল্য অবদান ভোগ করছি, তাঁর প্রতিটা নেয়ামতের জন্যে প্রতিপলে দু'বার তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের উচিত।

এই 'হামদ' (আল্লাহ সুবাহানাহু তায়ালার প্রশংসা) দিয়ে আল্লামা শেখ সাদী (রহ) তাঁর গুলিস্তাঁ কিতাবখানি লেখা শুরু করে ছিলেন। আমার খুব প্রিয় একখানা 'হামদ'। তাই আমরা আমাদের ব্লগের যাত্রা এই হামদখানি দ্বারা শুরু করলাম।

আল্লাহ আমাদের সহায় হওন।।

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File