চুমকির হুমকি

লিখেছেন লিখেছেন তৌহিদুল তুহিন ০৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৬:১৯ রাত

আমার বয়স যখন ৭/৮ তখন থেকেই একটি পত্রিকা আমাকে বারবার কৌতুহলি করে তুলত। ওই পত্রিকার একটি শিরোনাম ছিল,

"এরশাদ বললেন,এই আমার শেষ প্রেম,এই আমার শেষ বিয়ে।"

"বিদিশা বললেন,বয়সের ব্যাবধানে কিছু যায় আসেনা।"

এরিককে(এরশাদ পুত্র)টানা হ্যাঁচড়া করে ২জনে কোলে নেয়া একটা ফটো ছিল।আমার সিক্রেট ড্রয়ারে ঐ পত্রিকাটা রাখছিলাম আর প্রতি ২দিন পর পর পড়তাম।পড়তে পড়তে প্রেম নিয়ে ভালো একটা ধারণা পেয়ে গেলাম।তারপর একদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে চুমকিকে প্রপোজ করলাম এই বলে যে,"এই আমার শেষ প্রেম,এই আমার শেষ বিয়ে।"

চুমকি বলল,"আমার বয়ফ্রেন্ড জানলে তোর নলা পিস পিস কইরা দিব।"

বয়ফ্রেন্ড কি বুঝতাম না। আমি মনে মনে ভাবলাম মাসুম মেয়ে পত্রিকা-টত্রিকা পড়েনা তাই হয়তো জানেনা যে প্রপোজ করলে বলতে হয়,"বয়সের ব্যাবধানে কিছু যায় আসেনা"।

'যুগান্তর' পত্রিকা ছিল,

সম্ভবত আমি টুতে পড়তাম[২০০৪ সাল]। ওই পত্রিকাটাকে অনেক মিস করি।

ভাগ্যিস!

চুমকির বয়ফ্রেন্ড জানতে পারেনি,হেহেহে।

বিষয়: রাজনীতি

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File