আজ সেই ভয়াল ২৯ নভেম্বর
লিখেছেন লিখেছেন অন্ধ আমি ৩০ নভেম্বর, ২০১৩, ০৬:০৯:০৫ সন্ধ্যা
আজ সেই ভয়াল ২৯ নভেম্বর। ১৯৮৮ সালের এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়সমুদ্র্রে জলরাশির সঙ্গে বাতাসের তীব্রতা এই জনপদকে বিধ্বস্ত করে দেয়। প্রকৃতির রুদ্র খেয়ালে ক্ষত-বিক্ষত স্মৃতি বুকে নিয়ে সেদিনের স্বজনহারা মানুষ আজও এ দিনকে স্মরণ করে।
সেদিন হঠাৎ করে ক্ষেপে যায় প্রকৃতি। মুহূর্তেই প্রবল ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস আঘাত হানে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর নির্মম হিম শীতল পরশ আলিঙ্গন করে এই জনপদের কয়েক হাজার মানুষকে।
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রল হরিণসহ শত শত গবাদী পশুও রেহাই পায়নি। সর্বত্র মৃত দেহের বীভৎস দৃশ্য আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। --সংগৃহীত
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন