তিনটি সিরিজ-ই হতে পারে আপনার জীবন পরিবর্তনকারী আলোকায়নের পথ
লিখেছেন লিখেছেন আহমাদ আল সাবা ১২ মে, ২০১৫, ০৮:০৯:২৪ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কোরআন তার সৌন্দর্যে চিত্তবিমোহনকারী, শব্দের দিক থেকে বিমোহিতকারী, বাণীর দিক থেকে প্রবলতর শক্তিশালী, সংগতি ও ঐক্যতানের দিক থেকে মন্ত্রমুগ্ধকারী এবং সুক্ষাতিসুক্ষের দিক থেকে অন্যকে হতবুদ্ধকারী।
নোমান আলী খান এক সময় শংসয়বাদী ছিলেন কিন্তু তাকে আস্তিকতায় ফিরে আসতে বাধ্য করে কোরআনের এই গভীর অনুভূতির দর্শন যা তিনি পেয়েছিলেন রিয়াদের কোন এক মাসজিদে পাকিস্তানী ভিজিটিং স্পিকার ড. আব্দুস সামী( Dr. Abdus Samee) এর কোরআনের গভীর অনুবাদের মাধ্যমে। এটাই নোমান আলী খানকে কোরআনের প্রতি ভালোবাসা এনে দেয় এবং সে নিজেই ক্লাসিক্যাল এরাবিক শিখতে থাকেন।
আমি নিশ্চিত যে আল-কোরআনের এই অলৌকিকতার সামনে কেউ উচ্চ বাক্য করতে পারবে না যদি আমরা আল্লাহর বাণীকে গভীর উপলব্ধির মাধ্যমে উপস্থাপন করি...কারণ এটা সেই আল্লাহর বাণী যিনি জ্ঞান, ক্ষমতা, হিকমার দিক থেকে সবার উর্ধে।
বাইয়্যিনাহ টিভির এই তিনটা সিরিজ (এবং ঐসব সেরা লেকচারগুলোই)হতে পারে আপনার জীবনে পরিবর্তনকারী এক মুহুর্ত!! জাস্ট ট্রাই একবার। ওয়াল্লাহি, কত মানুষের জীবন যে ইসলামের এই সেবকের মাধ্যমে পরিবর্তন এসেছে এই বর্ণনাগুলোর মধ্য দিয়ে যার ভিত্তি ইসলামের ‘বুদ্ধিবৃত্তিক’ ও ‘আধ্যাত্বিক’-দুটোর সমন্বয়ে। সাথে মানুষের হাজারো প্রশ্নের ভিত্তিকে করেছে নড়বড়ে, শংসয়কে করেছে ভিত্তিহীন, আর ঈমানকে করেছে দৃঢ়। এগুলো হয়েছে Intellectual and Spiritual Discussion এর মাধ্যমে।
1. Divine Speech
2. Quran and Journey To Faith
3. Quran For Young Adults
বিস্তারিত দেখুন -
http://alsabanow.blogspot.com/2015/02/blog-post_39.html
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন