কোরআনে ভাষাতাত্ত্বিক মুজিজার উপর একটি লেকচার, ৭০ জন মুসলিম হওয়া , একজন নুমান আলী খান এবং তাঁর অসামান্য অবদান
লিখেছেন লিখেছেন আহমাদ আল সাবা ২৩ মে, ২০১৪, ০৬:২১:৫৪ সন্ধ্যা
বিসমিল্লাহির রাহমানীর রাহীম
কোরআন তার সৌন্দর্যে চিত্তবিমোহনকারী, শব্দের দিক থেকে বিমোহিতকারী, বাণীর দিক থেকে প্রবলতর শক্তিশালী, সংগতি ও ঐক্যতানের দিক থেকে মন্ত্রমুগ্ধকারী এবং সুক্ষাতিসুক্ষের দিক থেকে অন্যকে হতবুদ্ধকারী।
নোমান আলী খান (Nouman Ali Khan)আল-কোরআনের শব্দচয়ন, শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে বাস্তব উদাহরণ, বাক্যের ধরণ-গঠন, উপমা, একটি সূরার সাথে অন্য সূরার সংগতি ও সেতুবন্ধন, গুচ্ছ সূরার প্রতিটির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট, এবং আল-কোরআনের গভীর ব্যাখ্যা ইত্যাদি মুজিজা ভিত্তিক ও অর্থের দিক থেকে চমতকারিত্ব আলোচনার কারণে এক সাথে এক অনুষ্ঠানে ৭০ জন মুসলিম হয়েছিল।
তিনি আল-কোরানের শব্দতাত্ত্বিক মুজিজার(Linguistic Miracles) উপর পৃথিবীর বিভিন্ন দেশে লেকচার দিয়েছেন। তার বর্ণনাগুলো অসাধারণ। তিনি যখন তার শিক্ষকের কাছে এই মুজিজার(Miracles) উপর ১৬ ঘন্টা লেকচার শুনেছিলেন !!! ও নোট করেছিলেন...তখন থেকেই এটার উপর কোর্স চালু করবেন বলে ভাবছিলেন এবং আল্লাহর রহমতে তিনি আল-হামদুলিল্লাহ সফল। আল্লাহ তাকে আরো এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন।
“কোরআনের এই অলৌকিকতার মাঝেই যে অনিন্দ হেদায়েত রয়েছে তা শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়ে কোনভাবেই আহরণ করা সমভব নয়। কারণ অনুবাদের আসতে পারে কিছুটা মেসেজ কিন্তু আল্লাহর অলৌকিকত্ত্ব ও তাঁর বাণীর যে গভীরতা সেটা কোনভাবেই আসে না” –- নোমান আলী খান বলেন।
নোমান আলী খান এক সময় শংসয়বাদী ছিলেন কিন্তু তাকে আস্তিকতায় ফিরে আসতে বাধ্য করে কোরআনের এই গভীর অনুভূতির দর্শন যা তিনি পেয়েছিলেন রিয়াদের কোন এক মাসজিদে পাকিস্তানী ভিজিটিং স্পিকার ড. আব্দুস সামী( Dr. Abdus Samee) এর কোরআনের গভীর অনুবাদের মাধ্যমে। এটাই নোমান আলী খানকে কোরআনের প্রতি ভালোবাসা এনে দেয় এবং সে নিজেই ক্লাসিক্যাল এরাবিক শিখতে থাকেন।
আমি নিশ্চিত যে আল-কোরআনের এই অলৌকিকতার সামনে কেউ উচ্চ বাক্য করতে পারবে না যদি আমরা আল্লাহর বাণীকে গভীর উপলব্ধির মাধ্যমে উপস্থাপন করি...কারণ এটা সেই আল্লাহর বাণী যিনি জ্ঞান, ক্ষমতা, হিকমার দিক থেকে সবার উর্ধে।
তার লেকচারগুলো যেমন রসে ভরপুর সেই সাথে রয়েছে কোরানের উপর অগাধ পান্ডিত্বের ছাপ। ২০-২৫ টি বিভিন্ন বিষয়ের উপর তাফসীর পড়া- শব্দ তাত্ত্বিক, নাযিল বিষয়ক, ইতিহাস, বালাগাত(ভাষার অলংকার), অর্থের গভীরতা, যুক্তিভিত্তিক, যুক্তিখন্ডনবিষয়ক, আধুনিক ইবনে আশুরসহ শব্দের উপর কয়েকটি ডিকশানারী ও শব্দউদ্ভব(Etymology) ও তার দিক থেকে গভীর কানেকশন ও তার বিশ্লেষণ- এক কথায় অসাধারণ।
অনেক মা তাদের সন্তানকে জোর করে নোমান আলী খানের লেকচার ও সেমিনারে পাঠান বা নিজে নিয়ে আসেন, যাতে করে তারা তার লেকচার শ্রবণ করে ও ইসলামের পথে আসতে পারে।একবার যখন কোরআনের আলোচনা শ্রবণ করার পর থেকে তারা অনেকেই আবেগজড়িত কন্ঠে বলেছেন – আমি যেন এই জীবনে এই প্রথম আল্লাহর বাণী শ্রবণ করলাম ! এত গভীর ও অলৌকিকতার সহিত এর আগে আমি আর কখনোও শুনিনি—আমি আসব। এরপর থেকে নিজেরাই আসত !!! সুবহানাল্লাহ !! কি অসাধারণ চমতারিত্ত্বের বর্ণনা হলে এই সব প্রায় বখে যাওয়া, ইসলামের প্রতি অনিহাপ্রবণ ছেলেরা নিজইচ্ছায় আসে ও অন্যদের নিয়ে আসে নোমান আলী খানের সেমিনার ও লেকচার শুনতে !!!
নোমান আলী খান বর্ণনা করেন-
তার এক বন্ধু ইসলামি অনুষ্ঠানে যেত শুধুমাত্র কোরানের ভুল ধরতে। কিন্তু শেষে এমন একজন স্কলারের সামনে সে পড়ে যে – যখন তাকে কোরআনের শব্দ তাত্ত্বিক মুজিজা ব্যাখ্যা করার পর সে কোরআনের দোষ ধরা একেবারেই বাদ দিয়ে দেয় – লিটারালি সে কোরআনের সামনে আত্মসম্পর্ণ করে !!
একজন মানুষের ব্রেইনকে আল-কোরআনের এই মুজিজা দিয়ে বিকল করে দেওয়া সম্ভব ! তার মাথা আর কাজ করবে পারবে না, এর সামনে আত্মসমর্পন করতে বাধ্যকিন্তু এটার জন্য আমাদের কোরানের প্রতি প্রচেষ্টা ও ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে এগিয়ে যাওয়ার ইচ্ছাটাই প্রধান।
তার এই বিষয়গুলো(ভাষাতাত্তিক মু’জিযা, কোরআনের উপলব্ধিতে আরবীর গুরুত্ব, তাফসীর ও সেরা লেকচার) নিয়ে জানতে এই লেকচারগুলো প্রাথমিকভাবে দেখতে পারেন(ইউটিউব এ সার্স দিলেই পাবেন)।
ভাষাতাত্তিক মু’জিযা, গভীরতা, এবং কোরআনের উপলব্ধিতে আরবীর গুরুত্ব
1. Extracting Guidance from the Quran
2. The Final Miracle
3. Linguistic Miracle of the Quran - Part 1
4. Linguistic Miracle of the Quran - Part 2
5. The Quran The Book of Timeless Guidance
6. The Quran Explained
7. Brilliance of The Book
8. 37 Undeniable Stunning Linguistic Miracles of The Holy Quran | Kinetic Typography
9. Importance of seeking knowledge from the Qur’an
10. Advice to Students of Qur’an and Arabic
11. Al-Qur’an: Lessons through Stories
12. The Quran The Word of God
13. Why and How to Learn Arabic for Comprehension of the Quran
14. Quran: Your companion on the Day of Judgement
15. Ramadan and the Quran
কিছু সেরা তাফসীর
1. Light Upon Light(Noor Ala Noor)
2. 001 al-Fatiha (Points to ponder)
3. Guidance: From Darkness to Light
4. Lessons from Sura Ar Rahman
5. One Figure of Speech in the Quran (FULL)
কিছু সেরা লেকচার
1. The Foundation of Faith
2. Happiness, Fun and Pleasure
3. Islam and Ego
4. Refreshing Our Faith
5. Speaking the Common Language
6. A Balanced Approach to Religion
7. Educational Institutions and the Coming Islamic Renaissance
8. Future of Youth Activism
9. How to Give Dawah
10. Story Night: The Story of Musa (Moses)
11. Taking Back Our Narrative
12. Teaching Islam to our Children
13. The Ulul Albab
14. When Muslims Work Together
15. Who Are the People of Taqwa?
এছাড়া তার প্রত্যেকটি সূরার ব্যাখ্যাই অসাধারণ এই জিনিসগুলো দিয়ে ভরপূর। কোরানের উপর তার পান্ডিত্ব দেখে আল্লাহর বাণীর মুজিজা যে কত গভীর ও বিজ্ঞতায় ভরা তা মাত্র কিছুটা বুঝতে পারলাম আর এতেই আমি কত অভিভূত বুঝানোর ভাষা আমার নেই !! আল-হামদুলিল্লাহ।
তার লেকচারগুলো শুনার পরর থেকেই মনে হচ্ছে যেন আমি এই প্রথম কো্র’আনকে বুঝতে শুরু করেছি...সত্যিই আল্লাহর জ্ঞানের বিশালতার এই নিদর্শনমূলক আল-কোর’আন একটি জীবন্ত মুজিজার উজ্জ্বল আলোকবর্তিকা।
তার রিসোর্সসমূহ
1. http://www.nakcollection.com/
2. http://www.youtube.com/user/NAKcollection/videos
3. https://www.facebook.com/NAKBangla in Bangla
4. http://www.bayyinah.tv/
5. http://bayyinah.com/
6. http://gift.bayyinah.com/
আমরাও কি পারব?
হ্যা, আমরাও পারব ইন শা আল্লাহ। তার রিসোর্স আমাদের সামনে...তার দিকে আমাদের অগ্রগামিতাই আমাদের কোরানের আরো গভীরে নিয়ে যাবে, আমাদের ইসলামী কাজকে আরো শতগুনে কোয়ালিফাই করতে পারে, আমাদের ইসলামের দাওয়াতের পদ্ধতিতে আনতে পারে এক সৌন্দর্যময় ও প্রবলতর পরিবর্তন যা মানুষকে ইসলামের দিকে আহবান করতে প্রয়োজন হবে তীব্রভাবে।
নোমান আলী খান যতই পড়াশুনা করতে লাগল ততই আল-কোরআনের সৌনর্য ও মুজিজা উপলব্ধি করতে পারল। তিনি বুঝতে পারলেন যে কোরআনের অনুবাদে অনেক কিছুই হারিয়ে গেছে। একজন ব্যক্তি অনুবাদ পড়ে আল-কোরআনের বাণী পেতে পারে কিন্তু সে মুজিজা পায় না। তিনি আশা করতেন যে তিনি যেভাবে উত্তরণের পথে গিয়েছেন সেভাবেই অন্যেরাও যাক। আর এজন্য আল-কোরআনকে তাক থেকে তুলে এনে উর্ধে তুলে ধরতে চাইলেন। তিনি তার Information Technology এর জব ছেড়ে দিয়ে মানুষ যাতে নিজে আল-কোরআন বুঝতে পারে সেই স্বপ্নময় পথের দিকে ধাবিত হলেন।
যদিও তিনি আরবীর ট্রেনিং রিয়াদে ছোট থাকা অবস্থায় শুরু করেন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নেন পাকিস্তানে। তিনি পাকিস্তান জাতীয় এরাবিক শিক্ষাতে টপ ১০ জনের মধ্যে থাকার কারণে স্কলারশিপ পান। এবং তখন থেকেই ড. আব্দুস সামী এর তত্ত্বাকবধানে থাকা অবস্থায়ই এরাবিক গ্রামারের উপর মেথডলজিক্যালি গভীর ভীত অর্জন করেন ও এবং আব্দুস সামীর ইউনিক এরাবিক শিক্ষার পদ্ধতি তাকে অনেক সাহায্য করে। এবং তিনি আব্দুস সামী এর অনেক কাজ ইংরেজিতে অনুবাদ করেন তার শিক্ষার্থীদের জন্য। তিনি এরাবিকের প্রফেসরও(Nassau Community College)। তিনি আধুনিক ও ক্লাসিক্যাল আরবী শিক্ষা দেন গত ছয় বছর ধরে এবং তার এরাবিক বই কানাডার Jaamiah-Al-Uloom Al-Islamiyyah, Institute of Islamic Education in Ajax, Canada তে পাঠ্য হিসেবেও আছে।
তিনি The Bayyinah Institute for Arabic and Qur'anic Studies এর প্রতিষ্ঠাতা,CEO এবং প্রধান instructor । এছাড়া তিনি The 500 Most Influential Muslims এর মাঝেও অন্তর্ভূক্ত হয়েছেন তার অবদানের জন্য।
বর্তমানে টেক্সাস সহ ৪০টি লোকেশনে তার নিয়মিত সেমিনার চলে কোরআন, তাফসীর ও এরাবিকের উপর। ২০০৮ সালে ১০ দিনের Fundamental Arabic Course এ পোডকাস্টের মাধ্যমে ২৫ হাজার লোক অংশগ্রহন করে(অথচ এটা অন্যতম একটা কঠিন ভাষার অন্তর্ভূক-ভয় পাবেন না- সামনে যান(অবশ্য কোরআন বুঝতে গেলে আল্লাহর রহমত আসে কিভাবে !!- এটাও একটা মুজিজা!)...আর কোরআনের উপর কত হতে পারে চিন্তা করা যায় !!)।
প্রসেস কি? কিভাবে এক্সেস পাবো?
আমাদের মূল ফোকাস থাকবে তার অনন্য রিসোর্স যার মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে এবং বিশেষ করে আল-কোরআনের উপরোক্ত বিষয়গুলো জানতে পারি। এজন্য http://www.bayyinah.tv/ তে আমাদের এক্সেস প্রয়োজন। আর্থিক সমস্যার কথা চিন্তা করে তারা স্পন্সরশিপের ব্যবস্থা রেখেছেন। এখানে এক্সেস করতে লাগে 112 ইউরো(প্রায় ১২ হাজার টাকার মত), এক বছরের জন্য সাবস্ক্রিপশন ফি। কি ভাবে স্পন্সরশিপ পাওয়া যাবে-প্রথমে http://gift.bayyinah.com/ তে গিয়ে Apply Now এ গিয়ে সব কিছু পূর্ণ করুন। এখানে Reason for Request হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যত ভালো লিখবেন তত বেশি স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে কিভাবে লিখলে স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য আমার ইমেইল() এ যোগাযোগ করতে পারেন। প্রাথমিকভাবে একটা লিখে আমি ঠিক করে দিতে পারব ইন শা আল্লাহ।
স্পন্সরশিপ পেলে আপনাকে জানিয়ে দেবে ইমেইলে। প্রতি শুক্রবার তারা স্পন্সরশিপের ইমেইল পাঠিয়ে থাকে।আপনাকে ইমেল দিয়ে দিবে-চাইলে পরিবর্তনও করতে পারবেন। একজন ব্যক্তি এটার যোগ্য এবং সে চাইলে কেবলমাত্র তার পরিবার নিয়ে দেখতে বা এই রিসোর্সগুলো ব্যবহার করতে পারবে।
এছাড়া কেউ এখানে সাদাকায়ে জারিয়া স্বরুপ দিতে চাইলে সেটাও দিতে পারেন। এখানে তার এই সিস্টেমের পদ্ধতি হল অর্থবানদের কাছ থেকে নিয়ে আর্থিক সমস্যাসম্পন্নদের দিয়ে একটা সেতুবন্ধন তৈরি করা !!- সুবহানাল্লাহ কি সুন্দর পদ্ধতি !
এছাড়া যাদের টাকা আছে তারা http://bayyinah.com/ এখান থেকে অনেক কিছুই শিখতে পারেন...একটিবার ঘুরেই আসুন না।
কি পাবেন এই বাইয়্যিনাহ টিভিতে (Bayyinah.tv)?
Arabic with Husna
এটা মূলত নোমান আলী খানের অন্যতম আকর্ষণের মূল বিষয়ে পরিণত হয়েছে। কারণ এই এরাবিক ই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। সে নিজে এরাবিকে টপ দশের মাঝে থেকে স্কলারশিপ পেয়ে নিজে এরাবিক শিক্ষার মেথড আবিষ্কার করেছে এবং এর সাথে যোগ হয়েছে তার ইন্সস্ট্রাক্টর ড. আব্দুস সামী এর অসাধারণ ও ইউনিক মেথড। এটা আপনাকে এডভান্স এরাবিক শেখাবে- ভয় নেই; কারণ আগেই বলেছি এটা ইউনিক মেথড দিয়ে সাজানো যা যেকোন বয়সের জন্য উপযোগী। একজন বাচ্চা থেকে শুরু করে সবাই এই মেথডে উচ্চতর এরাবিক শিখে কোরানকে আরবী ভাষা দিয়েই বুঝা সম্ভব-যা তার ছোট মেয়েকে প্র্যাকটিকালি শিখানর মধ্য দিয়েই এর নাম(Arabic with Husna)এবং সাথে ক্লাসিকাল ও আধুনিক আরবীও জানা সহজ হবে ইন শা আল্লাহ।কিছু দূর যাওয়ার পর থেকেই কোরআন থেকেই গভীর ব্যাখ্যাসহ জানতে শুরু করবেন প্র্যাক্টাক্যালী!!! শুধু একটু প্রচেষ্টা...ট্রাই করেই দেখুন না আল-কোরআনের এই ভাষাটা কতটা মাধুর্যময় ও মুজিজার সাহচর্যে ভরা !
Qur'an: Cover to Cover
সম্পূর্ণ আল-কোরআনের ঐকতান-সামঞ্জস্য ও সুক্ষাতিসুক্ষ নিগূড় অনুবাদের দিকে নজর দেওয়া হয়েছে যা সাধারণ অনুবাদে হারিয়ে গেছে। ভাবতে পারেন কত বড় কাজে এটি!!! সম্পূর্ণ কোরআনের সাথে অতি সুক্ষ নিগূড় ও প্রত্যেকটি শব্দ, আয়াত, সূরা গুচ্ছ ইত্যাদির সামঞ্জস্য আনা হয়েছে এতে !! সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে কোরআন প্রবেশ না করার একটি দিক এটি- কেননা কোরআনকে যেভাবে বুঝা উচিত সেভাবে আমরা বুঝতে পারি না আর এই কষ্টের কাজটি আমাদের সামনে এখন হাজির...শুধু আল্লাহর রহমতে হাত বাড়িয়ে চেষ্টা করা...অগাধ রহমতের দরজা আল্লাহ আমাদের জন্য তার কোন এক প্রিয় বান্দার মাধ্যমে এটা করিয়েছে।
Divine Speech
কোরআনের বিভিন্ন প্রশ্নের সাথে কোরআনের গোপন-আচ্ছন্ন সাহিত্যিক সৌন্দর্য ও প্রবল শক্তির ব্যাখ্যার একটা সিরিজ। কোরআনে কেন এত পুনরোক্তি, কেন গল্পসমূহের ক্রোনলজিক্যাল শৃংখলা নেই, কেন গল্পগুলো চ ছড়িয়ে আছে ও একই জায়গায় পূর্ণ নেই, কেন আল্লাহ বিভিন্ন জিনিসের কসম করেছেন- এইসব জিনিসের গোপন ও সৌন্দর্যের প্রবল শক্তির সাহিত্যিক ব্যাখ্যা। আমি সত্যিই অভিভূত-কারণ আগে যা জানতাম তার থেকে এখন অনেকটা বিশুদ্ধ ও গভীরভাবে জানতে পারছি, আলহামদুল্লিল্লাহ।
Themes from the Qur'an
কল্পনা করতে পারেন আল-কোরআনের উপর বিভিন্ন বিষয়ের উপর ৭-১০ ঘন্টার ইউনিক সিরিজ ! Parenting, Shame, Hijab, The Greatest Mom, The Prophet Muhammad saws সহ দৈনন্দিন জীবনের কাজে লাগে এগুলোই আসবে সিরিজে। সহজ বিষয় বলে এরিয়ে গেলে তার গভীর ব্যাখ্যার ছোঁয়া থেকে কিন্তু বঞ্চিত হবেন!
Qur'an In-Depth
এটা বুঝতেই পারছেন। সম্ভব হলে সূরা আর-রাহমানের লেকচারটাই একবার মাত্র দেখুন তাহলেই এর গভীরতা বুঝতে পারবেন ! Just অসাধারণ।
এছাড়াও আরো কিছু ফিচার থাকছে যা আমি বলছি না...দেখতে দেখতে না হয় অবাক হবেন আল্লাহর এই বাণীর গভীর শক্তির সৌন্দর্য ও হিকমাহ দেখে !
হোক সূরা আর-রাহমানের তাফসীর বা ক্লাসিক্যাল বা মৌলিক এরাবিক কোর্স, অথবা হোক সে “Night Story”- সর্বদা একই রকম থাকে তার সেমিনার-শত শত ছেলে-মেয়ে ও শিশুরা লাইন ধরে থাকে।কোরআন ও আরবীর প্রফেসর হিসেবে তার বাগ্মীতা সর্বদা মানুষকে আল্লাহর বাণী শিখতে প্রেরণা জোগায়।
যারা আল-কোরআনকে ভালোবেসে এর গভীরে প্রবেশ করতে চায়, যে চায় একে ভালবেসে গভীর জ্ঞানের সাথে সংযুক্ত হয়ে ইসলামের কাজ করতে, অন্যকে আল্লাহর দিকে হিকমার সাথে সৌন্দর্য ও প্রবলতর শক্তি(মুজিযা)দিয়ে আহবান করতে ---তারা যেন এখানে এপ্লাই করে।
যারা এখানে উপস্থিত আছ তারা যেন অনুপস্থিত লোকদের কাছে তা পৌঁছে দেয়। কেননা এমন অনেক অনুপস্থিত লোক আছে যারা উপস্থিত শ্রোতাদের তুলনায় অধিকতর ভাগ্যবান হয়ে থাকে”।(বিদায় হজ্জ্বের ভাষণ)
যে কাউকে সৎ পথের দিকে ডাকল, সে আমলকারীর সমপরিমান সওয়াব পাবে অথচ তার থেকে কোন কমতি করা হবে না(মিশকাত শরীফ, ইলম অধ্যায়)
বিষয়: বিবিধ
২৬১৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্য কেউ আগ্রহী থাকলে তাদের জানান- সদকায়ে জারিয়া.।(~~)
চালিয়ে যান আল্লাহর কাছে চেয়ে। )
এরাবিক উইথ হুসনা ৩ টা পার্ট দেখেছি বাকি গুলো দেখা হয় নাই। দেখবো ইনশাআল্লাহ।
তবে একটা বিষয়: উস্তাদের মাথায় চুল ন্যারা টাইপ কেন?
যাই হোক, আমরা মাথাকে নয়, তার অনিন্দ কাজকে দেখবো আর এর থেকে উপকার নিবো.।কি বলেন ভাই?
জাযাকাল্লাহ। অন্যদের কাছে ছড়িয়ে আপনার সদকায়ে জারিয়া নেওয়া কিন্তু আমার কাজ নই !
আপনি দেখতে পারেন আল বিদায়া ওয়ান নিহায়া ৭ খন্ড আলী (রা) এর হত্যা অধ্যায়ে।
বি:দ্র: ভাববেন না আমি তাকে খারেজি বলেছে। আমি শুধু বিষয়টি আপনার সাথে শেয়ার করলাম।
আর ওয়েস্টার্ন দেশগুলোতে অনেককেই মাথার চুল ছোট রাখতে দেখবেন তিনি একা নন(তাদের ভৌগলিক জ্ঞান আমার নেই, কেন জানি না )। ইমাম শুহাইব ওয়েব, সিরাজ ওয়াহহাজ,তারিক রামাদান ইত্যাদি। যাই হোক, আমরা যাদের যা সঠিক সেটাই নেব। মূল জিনিসকেই প্রাধান্য দেব। জাযাকাল্লাহ আপনার চিন্তাকে শেয়ার করে জানানোর জন্য।
আমড়া কাঠের ঢেকি নামের একজন খারেজি।
এরখম অগনিত আছে।
আমার মতে যেহুতু অযাথা মাথা নেড়া খরেজিদের লক্ষন যা হাদীস দারা প্রমানিত তাই সেটা না করাই উত্তম। তবে ওজর থাকলে ভিন্ন কথা। আমিও জানিনা তারা কেন করে। জদি কোনদিন চন্স হয় তাহলে জিজ্ঞাসা করতে ভুলবনে না আমার পক্ষ থেকে।
আল্লাহ আমাদের সত্য গ্রহনে উনমুক্ত করুন আমীন।
আপাতত Islam and science লেকচারটা দেখতে পারেন নোমান যা - ইসলাম না জেনে শুধু বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্ড করতে গেলে আমাদের কি অবস্থা হয় নাস্তিকদের সাথে ডিবেট করতে গেলে বুঝতেন । একটি পোস্ট আমি পরে দিব শুধুমাত্র বিজ্ঞানভিত্তিক ইসলামের দাওয়াতের কারণে ইসলামে অনেক দিক মিসিং হয়ে যাচ্ছে তা নিয়ে। জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন