নারীর কি জ্ঞান আর কি ফিকহ রে বাই !!!

লিখেছেন লিখেছেন আহমাদ আল সাবা ১৫ মে, ২০১৪, ১০:৪৩:১৩ রাত

পূর্ববর্তী কোন এক নারী পাহাড়ে উঠতেছিল ।

তখন তার স্বামী বলল- তুমি যদি আর এক পা সামনে আগাও তাহলে তুমি তালাক,এক পা পেছনে আসলেও তালাক, স্থির থাকলেও তালাক !!! Thinking

তখন মেয়েটি পা পিছলে গড়িয়ে গিয়ে মাটিতে পড়ল এবং ঐ

ব্যক্তির স্ত্রী হিসেবে রয়ে গেল !! Give Up

কি অসাধারণ ইসলামের ফিকহ(Understanding) ছিল তার মাঝে !!!

আসলে আগের দিনের মেয়েরা এরকম শিক্ষিত ছিল বলেই তারা অনেক শ্রদ্ধার পাত্রও ছিল। মা আয়েশা রা ছিলেন আরবের সেরা একজন ইতিহাসবিদ, একজন চিকিতসক এবং একজন ফ্যামিলি এক্সপার্ট !!!

রাবেয়া বসরীর কথা আমরা জানি।তিনি ছিলেন অনেক আবেদা ও জ্ঞানী মহিলা।

কিন্তু আজ জ্ঞানের স্বল্পতার কারনে কি অবস্থাটাই না হচ্ছে !!!

বিশেষত ফেইসবুকে প্রায়ই দেখা যায়–ইসলামিক দাঈ কিন্তু আচার-আচরণে ইসলামের ছায়া কমই আসে…এটা ইসলামের প্রকৃত জ্ঞানের অভাব, তাকওয়ার অভাব , অভাব আমাদের আদাব শিক্ষার।

ফেইসবুকের ক্ষেত্রে দেখা যায় বাজে ব্যবহার পর্যন্তও...অথচ কিচাবে ব্যবহার করতে হবে, কিভাবে সংশোধনী দিতে হবে সেটা আমরা দিচ্ছি না- অথচ ইসলামে এ ব্যাপারগুলোতে বিস্তারিত আলোচনা আছে সেই সাহাবীদের সময় থেকেই । এতে আমরা দাওয়ার কাজে দাওয়া না দিয়ে বরং সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগিদার হচ্ছি।

আল্লাহ আমাদের ইলম শিখার তাওফীক দিন...যেমনিভাবে রাসূল সা দোয়া করতেন - হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করুন।(আল্লাহুম্ম ইন্নি আস-আলুকা ইলমান নাফিয়ান)

(আদম আ এর উচ্চ মর্যাদার কারণ ছিল এই জ্ঞান, হাদিস অনুযায়ী একজন ইলম অর্জনকারী আল্লাহর রাস্তায় থাকে...এই ইলম দিয়েই আমরা আল্লাহর ইবাদত করি, তাকে জানি , তার সাথে আমাদের ইলমের আমলের কারনেই হয় সেতু বন্ধন, তাকে কাছে পাওয়ার আরো বাসনা।)

জ্ঞানের আদবের উপর অসাধারণ একটি লেকচার

Click this linkhttp://www.halaltube.com/etiquettes-of-the-student-of-knowledge

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222115
১৫ মে ২০১৪ রাত ১০:৫৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৬ মে ২০১৪ রাত ১২:০৫
169542
আহমাদ আল সাবা লিখেছেন : ভালো লাগল কিন্তু জাজাকাল্লাহ দিলেন না Crying .।।
যাউজ্ঞা- জ্ঞানের ব্লগে পোষ্টে লেকচারটি শুইনে - ইন শা আল্লাহ অনেক কাজে দিবে।
222129
১৫ মে ২০১৪ রাত ১১:২০
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের ইলম শিখার তাওফীক দিন.আমিন ।
১৬ মে ২০১৪ রাত ১২:০৭
169543
আহমাদ আল সাবা লিখেছেন : আমীন। জাজাকাল্লাহ পড়ার জন্য। নীচে কিন্তু লেকচার দিছ শুইনেন- সারাজীবন কাজে দিবে ইন শা আল্লাহ।
222133
১৫ মে ২০১৪ রাত ১১:২৫
নিশা৩ লিখেছেন : নিশ্চয়ই সঠিক জ্ঞান সঠিক আমল করতে সাহায্য করে। অনেক ধন্যবাদ।
১৬ মে ২০১৪ রাত ১২:০৮
169546
আহমাদ আল সাবা লিখেছেন : আমীন । জাজাকাললা পাইলাম নাহ Crying
222149
১৬ মে ২০১৪ রাত ১২:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আফরা লিখেছেন : আল্লাহ আমাদের ইলম শিখার তাওফীক দিন.আমিন ।
222151
১৬ মে ২০১৪ রাত ১২:১২
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
222152
১৬ মে ২০১৪ রাত ১২:১৩
নিশা৩ লিখেছেন : আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। Good Luck Good Luck
222166
১৬ মে ২০১৪ রাত ০১:০০
আমিন ইউসুফ লিখেছেন : মাফ করবেন, মহিলাটি অসম্ভব বুদ্ধিমতি কিংবা জ্ঞানী ছিলেন, সন্দেহ নেই- কিন্তু আমি ভাবছি ঐ স্বামীর কথা যিনি কিনা এই ধরণের তালাকের কথা চিন্তা করতে পারেন! এক পা সামনে গেলেও তালাক, পিছে গেলেও তালাক আবার দাঁড়িয়ে থাকলেও তালাক! কি আজব!
222213
১৬ মে ২০১৪ সকাল ০৭:৫১
হতভাগা লিখেছেন :
এই নারীর পাহাড়ে উঠার কি দরকার ছিল ?

স্বামী যেহেতু তালাকের থ্রেট দিচ্ছিল বোঝাই যায় যে তারা সমতল ভূমিতে বসবাস করতো ।

তাহলে কি আত্মহত্যা করতে পাহাড়ে উঠছিল সে ?

১৬ মে ২০১৪ রাত ১০:২২
169752
আহমাদ আল সাবা লিখেছেন : ভাই, রাডার থাকেলে বুঝতেন কেন ।Happy নিউসপেপার ও ব্লগের পার্থক্য বুঝলে এইটাও বুঝতে- শিরোনাম এর মাঝে ও কন্টেন্টের মাঝের পার্থক্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File