কোথায় সেই মুসলিম ?

লিখেছেন লিখেছেন আহমাদ আল সাবা ২৪ নভেম্বর, ২০১৩, ০৬:৪৫:৪৭ সকাল

শত প্রলোভন বিলাশ বাসনা ঐশর্য্যের মদ

দূর হতে সব করেছে সালাম ছইতে পারেনি পদ।

সাইমুম ঝড়ে পড়েছে কুটির তুমি পড়নিকো নুয়ে

উর্ধে যাহারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুয়ে।

- - কাজী নজরুল ইসলাম

- কিন্তু আজ সেই চারিত্রিক ও বুদ্ধিবৃত্তিক মুসলিমের অভাবের কারণেই আমাদের বিজয়ের কাজ করার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা যুগের সাথে ইসলামের অবদানকে সামঞ্জস্য করে নিতে পারিনি, যুগের সাথে সমস্যাসমূহের সমাধান দিতে পারনিনি আর সেই জন্য আমরা আধুনিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক ধর্মের লোক হয়েও হয়েছি পিছিয়ে পড়া, জড়াগ্রস্থ ও সময়ের সাথে বুদ্ধির অসামঞ্জস্যতার এক বোকা নিরেট উদাহরণ এ।

তা আজ আমাদেরকে আবার ইসলাম নিয়ে ভাবতে হবে নতুন করে

- কিভাবে নৈতিক উন্নতির সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি ঘটানো যায়।

- কিভাবে বুদ্ধিবৃত্তিক উন্নতি করে সমাজের সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে মানবতার সেবা করে তাদের কাছে প্রিয় হওয়া যায়।

- সর্বাজ্ঞে আমাদের জ্ঞানের দ্বারকে খুলতে হবে, তবেই অন্যান্ন পথকে পরিচ্ছন্ন দেখতে পাবো আর কাজও ঠিকমত করতে পারব।

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File