বিমানের শৌচাগারে ৭ কোটির সোনা

লিখেছেন লিখেছেন মাসুদ মোড়ল ২০ নভেম্বর, ২০১৩, ০৯:৩৩:১৮ রাত

কালো চামড়ার দু’দু’টো পাউচব্যাগ। তাদের শুঁকে দেখছে বাঘা বাঘা কুকুর। উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রয়েছেন সিআইএসএফ, দমকল, পুলিশ এবং বিমানবন্দরের আধিকারিকরা। নাহ্, বোমা নয়। এক প্রস্ত স্বস্তি। কয়েক মিনিটের মধ্যে সেটা বদলে গেল দমবন্ধ বিস্ময়ে! একটি বিমানের শৌচাগার থেকে পাওয়া ওই দুই পাউচব্যাগ থেকে বেরিয়ে আসছে একের পর এক সোনার বার! সিগারেটের প্যাকেটের মতো আয়তন, ওজন এক কিলোগ্রাম। মোট ২৪টা বার, মানে ২৪ কিলোগ্রাম সোনা! শুল্ক দফতরের হিসেবে যার বাজারদর প্রায় ৭ কোটি ২২ লক্ষ টাকা। সোমবার রাতে এমনই নাটকীয় ঘটনার সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর। সবিস্তার...

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File