রোড ম্যাপ

লিখেছেন লিখেছেন মন সমন ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৫:০৮ সন্ধ্যা



স্বপ্নছবি স্বপ্ন সবই

বাস্তবে নয় সত্য !

লুটতন্ত্র অবিরত ষড়যন্ত্রেই মত্ত !

ভোটে এবং চোটে

পুঁজিবাদই জোটে !

ভোগতন্ত্রের গণতন্ত্রে

স্বপ্নফুলও ফোটে ?

মাথার ঘাম পায়ে ফেলি

কষ্টশ্রমে এগিয়ে চলি

দাঁড়াই না তো মোটে !

উন্নয়নের রোড ম্যাপ ?

ধনী-গরীব এত্ত গ্যাপ !

আমজনতার আম ও ছালা

হারাবে না থাকবেই ?

উন্নয়নের স্বার্থে জানি

ভোট ও চোট লাগবেই !

১৯-০৯-২০১৫

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342525
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
নাবিক লিখেছেন : হুম ঠিক তাই...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File