অনন্ত ভ্রমণে, অনুভব-আয়নায়
লিখেছেন লিখেছেন মন সমন ২৩ জুন, ২০১৫, ০৬:১১:২৭ সন্ধ্যা
অনন্ত ভ্রমণে,
অনুভব-আয়নায়
... মুহাম্মদ ইউসুফ
শুরু হয়েছে ;
শেষ হওয়ার প্রতিশ্রুতিও
অকম্প, ইস্পাতদৃঢ়, হিমালয়-কঠিন !!
আমার জন্ম তোমার জন্য,
শুধুই তোমার জন্য !
আমার অনুভবে তুমি দিয়েছ প্রেমকণা ;
কী সবুজ সেই প্রেমকণা, অভিজাতসুন্দর !!
তোমাকে আমি দেখিনি
দেখা যায় না ;
শুধু অনুভব-আয়নায় জেগে থাক
ভেসে থাক উজ্জ্বল মসৃণ বোধে !!
তুমি কোথায় ?
আত্মায় এবং বাইরে ;
অনন্ত শূন্যতায় ; অন্তরে সত্ত্বায়
নি:শ্বাসে অথবা আরও কাছে।
আমার কোনো আমি নেই
আমিও আমার নই !!!
সর্বদিকে শুধু তোমার উজ্জ্বল অবস্থান, উপস্থিতি।
কী দৃঢ়, লা শরীক আল্লাহ।
আমি তোমাকে অনুভব করি আত্মার আয়নায়।
তুমি আছ প্রকাশ্যে ও গোপনে ;
প্রবল প্রতাপে, স্নিগ্ধ জ্যোতিতে।
প্রশান্ত আত্মায় তুমি থাক
অপার সৌন্দর্যে, আনন্দ ও প্রেমে।
তোমাকে ছাড়া আমি বাঁচি না।
তুমি জন্ম ও মৃত্যুর সাথী।
তুমি স্থান ও সময়ের উর্ধ্বে।
তুমি মহান আল্লাহ ; রাব্বুল আলামীন।
রচনা : ০১-০৩-২০১২
ঢাকা, বাংলাদেশ
JOURNEY TO ETERNITY,
FEELINGS IN THE
MIRROR OF SOUL
... Muhammad Yusuf
Already started.
The pledge of termination is very stiff
and stout like Himalaya.
My whole life is for YOU and YOU only.
YOU are my inspiration with aristocratic beauty.
You gave me a rock of love in my feelings.
What a green that love-atom !
What a beautiful is that !!
I can not see you,
its not even possible to see.
YOU are ever bright
in mirror of feelings and soul.
Where are YOU ?
Always inside my heart, mirror of soul,
in my every breadth.
I don't have anything of mine,
Even I am not of mine.
Everywhere I find yourself, fantabulous.
What a firm, 'La Sharik ALLAH' .
I always feel the presence of YOU
in the mirror of soul.
YOU remain visible and invisible.
With omnipotence, in incandescence.
You remain in content Soul.
In neatness, joys and love.
How can I live without you !!
You are concomitant in my birth and death.
You are far away from space and time.
You are great, 'Hey, RABBUL ALAMIN' .
02-03-2012
[ Translated by :
capt. Muhammad Aynul Haque
Master Mariner ( London ) ]
বিষয়: বিবিধ
৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন