মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা
লিখেছেন লিখেছেন মন সমন ২২ জুন, ২০১৫, ০২:০৫:৪৯ দুপুর
Micro Poetry of
Muhammad Yusuf
মুহাম্মদ ইউসুফ
এর অনুকবিতা
( ১ )
এই আছি এই নেই এই তো জীবন
সময়ের সাঁকো বেয়ে স্বপ্নভ্রমণ !
স্বপ্নের ঘুড়ি ছোঁয় সুখের আপেল
রঙিন রহস্যে মজে হয়েছি গাফেল !
Life's longevity is full of uncertainty
Nothing but a journey of dream on a bridge !
As absurd kite touches apple of happiness
Being indifferent in a state of colorful mystery !
( ২ )
পরিষ্কার করে বলুন, ভালো আছি
মনের ময়লা ঝেড়ে বলুন, ভালো আছি
আয়নার দিকে তাকান, বলুন, ভালো আছি
আপনি অবাক হবেন, দেখবেন, ভালোই আছেন !!
You tell clearly, I am feeling well
Then you get surprised, would feel satisfied.
Remove all your vices from the mind
Stand before a mirror and tell you are alright
Then you really feel you are satisfied !!
( ৩ )
যা পেয়েছি তাতেই শোকর
নাইবা পেলাম রাজপ্রাসাদ !
অনিশ্চিতের জীবনপথে
জড়িয়ে নিলাম জীবনস্বাদ !
I am happy whatever I have
That may not not be a palace !
Let me enjoy the test of life
Even in a state of uncertainty !
( ৪ )
চৈতন্যে ডেকে যায় যে-পাখি
নৈ:শব্দে শিস দেয় যে-পাখি
সে-পাখির ছায়া নেই কায়া নেই
রঙ নেই রুপ নেই
পাখি শুধু বলে যায় কথা
পাখি শুধু ...
বলে যায় ...
কথা ...
The bird that calls from consciousness
The bird that makes hissing sound silently
The bird that has no shadow no body
No color and no beauty
The bird is engage in everlasting talk.
( ৫ )
কেন নি:সঙ্গ হবো ? কেন হবো পরাজিত ?
আলোর পুষ্পস্পর্শে আমি দারুণ আলোকিত !
বিষাদেই পরাজয় ! বিষাদেই নৈ:সঙ্গ !!
মা'বুদের পথে হাঁটো পথ ...
একাকীত্ব নেই কোনো ...
I shall neither be alone nor defeated
I shall enlightened with the
touch of eternal light
Surely defeat and loneliness comes from passiveness
You walk on the path shown by Allah, All-mighty
And shall never feel alone.
# # # # #
MUHAMMAD YUSUF
PHONE : +8801832182680
EMAIL :
BLOG : http://kabita-bangladesh.blogspot.com
FACEBOOK : http://www.facebook.com/FUSUYCHAMPA
[ English
Translation :
Abu Mohi Musa ]
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন