এবার আমি মানুষ হবো

লিখেছেন লিখেছেন মন সমন ১২ জুন, ২০১৫, ০১:১৬:২৪ দুপুর

আমার দেশের জলবাতাসে

চাই না কারো শকুন-নজর

মুক্তজলে মুগ্ধপ্রাণে

থাকব সুখে খুব সোহাগে !!

গণতন্ত্রের কোর্মা খাব

ভোটের আগে, ভোটের পরে

নরকনীতি রাখব দূরে

সবাই মিলে সবার হবো !!

টপ টু বটম ভন্ড নেতা

আর হবো না, আর হবো না

বেকুব-সরল আমজনতার

মনবাগানে ফুল ফোটাবো !!

উন্নয়নের জোয়ার তুলে

আবার আমি ফতুর হবো ?

যত চতুর তত ফতুর

এবার আমি মানুষ হবো ?

এবার আমি আমার মাঝে

ফুল ফোটাবো সরল গানে

সবাই মিলে সবাই হবো

শান্ত হবো সত্য-টানে !!

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325394
১২ জুন ২০১৫ রাত ০৮:০৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,অনেক ধন্যবাদ।
325486
১৩ জুন ২০১৫ রাত ০৩:৩২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File