বোবা প্রাণী তিতপুঁটি

লিখেছেন লিখেছেন মন সমন ০৪ জুন, ২০১৫, ০৮:০০:৩৭ রাত



আমি আমজনতা

আম-ছালা সবই যায় !!

জিনিসের দাম বাড়ে

ব্যথা বাড়ে কাটা ঘায় !!

এই দেশে আমরা

সাইলেন্ট মেজরিটি

সাইলেন্ট সাইলেন্ট

বোবা প্রাণী তিতপুঁটি !!

বাজার দরের নমুনা

আমরা কিছুই কমু না ?

কইতে গেলে বুক ফাটে

বুকের ব্যথায় ঘুম লাটে !!

০৪-০৬-২০১৫

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File