অর্থরোগী ভয়ংকর
লিখেছেন লিখেছেন মন সমন ৩০ মে, ২০১৫, ০৮:৫৯:৩৯ রাত
অর্থরোগী ভয়ংকর
# # #
আমার আছে কোটি টাকা
আমার আরও কোটি চাই !!
লোভ-বাতাসের ঘূর্ণিঝড়ে
উড়ছে প্রবল বিবেক-ছাই !!
চাইতে চাইতে যায় বেলা
ভয়ংকর এই লোভ-খেলা !!
লোভের ক্ষুধা সাপ অজগর
অর্থরোগী কে সারায় ?
অন্ধকারে দ্রুতলয়ে
দোজখপথে পা বাড়ায় !!
১১-০৪-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।
বৈষম্য
# # # #
তুমি থাক এসি-তে
আমি থাকি হাত-পাখায় !!
উন্নয়নের সূচক বাড়ে
শুভঙ্করের রাফ খাতায় !!
উন্নয়নের ধবনিতে
স্বর মিলে না
সুর মিলে না
আমজনতার গণিতে !!
আমরা গরীব
থাকবো বেঁচে
করবো সেবা সব ধনীর !!
আমার পাতে খুদ-কুঁড়া আর
ধনীর পাতে ক্ষীর-পনির !!
০৪-০৩-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধনীর পাতে ক্ষীর-পনির !!
পৃথিবীতে এই অসমতা যতদিন থাকবে ততদিন শান্তি আসবে না। ধন্যবাদ খুব ভালো লাগলো চমৎকার একটি কবিতা পড়ে।
মন্তব্য করতে লগইন করুন