আ ম রা দা রু ণ লা কি !!

লিখেছেন লিখেছেন মন সমন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০৮:১৫ সন্ধ্যা

আ ম রা দা রু ণ লা কি !!

... মু হা ম্ম দ ই উ সু ফ

আমরা কী লাকি !

আসে আর ধরি

মোটা মোটা স্বর্ণের বার

এত সোনা আসে !

সব চোরা কারবার !

আমরা কী লাকি !

ব্যাংক ভরা টাকা

অলস ঘুমায় । রিজার্ভ উপচে পড়ে ।

বিনিয়োগ নাই । বাড়ছে বেকার ।

স্বপ্ন যাচ্ছে ঝরে !!

চোরা ভোট আছে ।

আছে মামলা হামলা গুম !

পণ্যের দামে জনসাধারণ

রাত জাগে নির্ঘুম !

আমরা কী লাকী !

ভোট দেয়া লাগে না !

তবু কেঊ ভাগে না !!

আমরা দারুণ লাকি !!

তন্ত্র দোষে দিনরাত্রি থাকি ।

ভাগ্যে ঝুলে মুক্তবাজার

পুঁজিবাদের লুটতন্ত্র আর

শুভঙ্করের ফাঁকি !!

০৪-০৯-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

email :

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261718
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File