ছোটকবিতা # মুহামমদ ইউসুফ

লিখেছেন লিখেছেন মন সমন ২৯ জুলাই, ২০১৪, ০৬:২৪:৩৯ সন্ধ্যা

মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা

৩৩.

ভালবাসি

আমি আমাকেই ভালবাসি

তাই ভালবাসি তোমাকে

আমি আমাকেই ভালবাসি

তাই ভালবাসি প্রভুকে ।

৩৪.

নাই, কিছুই নাই

কিছু পাইলেন ভাই ?

এত্তবড় সুপার মার্কেট, দুনিয়া !

কিছুই তো নাই !!

৩৫.

যাত্রা

হেই মানুষ !!

প্রশ্ন কর আত্মাকে !

যাচ্ছ কোথায় ভোর থেকে ?

যাচ্ছ কোথায় ডোর থেকে ?

৩৬.

সমাধান

জীবনের খই ভাজি শব্দের তাপে

নফসের সিঁড়ি বেয়ে সময়ের ভাপে !

স্বপ্নে-স্বপ্নে চলে বোধের ভ্রমণ

ওপারের সমাধানে প্রাজ্ঞ সমন !!

৩৭.

বিস্মৃতি-১

চোখের তারায় টাকার নাচন

ভোগের বাতি স্নায়ুতে !

স্মৃতির ধামায় পড়ছে চাপা

জীবন মৃত্যু-বায়ুতে !!

৩৮.

বিস্মৃতি-২

স্নায়ুর সুখে তা ধিন নাচি

আত্মা-বীজে শান্তি নাই !

ভোগের গ্লাসে চিয়ার্স তুলে

আনন্দপথ ভুলেই যাই !!

৩৯.

বিনিময়ঘামে

মধুমতি সুইটমিট জীবনের নামে

যত স্বাদ যত সুখ বিনিময়-ঘামে !!

৪০.

মোহ-নির্মোহ

মোহ-নির্মোহ যমজ তরুণী

উভয়ের প্রেমে ভাসি !

সত্যের ভারী জানালা খুলে

পুষ্প রাশি রাশি !!

৪১.

সাইকেল

পচনের শিরা বেয়ে পুষ্টির ফল

চক্রের ক্রমে নাচে জীবনের পল !

জীবনের সাইকেলে সার্কাস ম্যান

ফস্কালে ডাইরেক্ট চ্যাংদোলা ব্যাঙ !!

৪২.

আনন্দফুল

মনোদৈহিক স্নায়ুর সুখে বস্তুবাদের ঘোড়া

কল্পমায়ার নেশার লাটিম মোহে আত্মহারা !

মনোআত্মিক আনন্দফুল প্রভুর বাগান ঘিরে

মানুষ তবু শূন্যবৃত্তে হাঁটছে ঘুরে-ফিরে !!

৪৩.

চতুর, ফতুর

যত চতুর, তত ফতুর মহাজন বাণী

সারল্যবিভায় জীবন মধুর – এসত্যই জানি ।

৪৪.

সংসার, সার্কাস

ভাবের মেইলে পত্র দিলাম

পত্র দিলাম ভাব-ট্রেনে

সার্কাসের এই সংসারে ভাই

পইড়া আছি জ্যাম-ব্রেনে !

২৩-০৪-২০০৭

ঢাকা, বাংলাদেশ ।

Email :

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File