মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা

লিখেছেন লিখেছেন মন সমন ১৩ জুলাই, ২০১৪, ০৭:৫১:১২ সন্ধ্যা

মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা

০১.

বিচূর্ণ

তোমার নামে পত্র দিলাম

পত্র দিলাম ভাব-তারে

কোন-ভাবে যে হইবা খুশী

সার্কাসের এই সংসারে !!

০২.

ব্যাংক

ব্যাংকে রেখেছি জমা অশ্রুমুক্তা

মাসশেষে জমা হবে সুপ্রচুর সুদ

সুদে-আসলে তুলে নেব জীবনের ঋণ

সঞ্চয়ের শেষপাতায় বিষাদ অন্তরলীন ।

০৩.

খনন

এদিকে আমার ফুলদানিতে জমে জমে পুষ্পরস

উপচে পড়ে, বাতাসে পাল তোলে সুঘ্রাণের নাও

হৃদয়ের গোলাপ ফেটে বের হয় রক্তরস

কিভাবে তাদের ভালবাসি বল ?

০৪.

দৃশ্যকাব্য

দৃশ্যেরা বদল হলে

বোধের নির্যাস গিলে ফেলি আমি ।

অতঃপর লাল-নীল ফুল ফোটে

করোটির বারান্দায় ।

ঝাড়বাতির সুইচ জ্বেলে দাও মানবী

কালের ধুলো জমে পুরু হয়ে আছে জলসাঘর ।

সৃজনান্দ এক মধুর মিষ্টি শনপাপড়ি

গলে গলে যায় ...

চৈতন্য অবশ মধুর আলাপনে ...

০৫.

সিটিং সার্ভিস

বাহ ! বেশ তো !

নরম-নরম সিটের সিটিং সার্ভিস !

দাপাদাপি পায়াপায়ি হাকাহাকি নেই

গুলশান টু গুলিস্থান ।

চালকের হাতে সব ছেড়ে-ছুঁড়ে দিয়ে

বসে আছি জীবনের সিটিং সার্ভিসে ।

০৬.

অবতরণ

চাঁদ ও জোছনার পরশে ছিলাম

আনন্দপথের যাত্রী

হায় অবতরণ ! ভাত ও ভোটের খাঁচায়

আত্মার হনন !!

০৭.

বয়সবাদ

বয়সবাদে বিশ্বাসী নই

বুড়ো ছাগল জগতময়

আত্মাগৃহ আঁধার হলে

শূন্যজ্যোতি বিষাদময় ।

০৮.

নারী ও নারিকেল

নারী ও নারিকেল উভয়ই কঠিন

ঘামের পান্না দিয়ে ঠিক চিনে নিন ।

শ্রমের চুন্নি দিয়ে যতটুকু প্রেম

মোহময় জীবনের বিলিয়ার্ড গেম !

শীতার্ত ভোরে খুঁজি বসন্তভোর

বিনিময়তত্ত্বের রঙিন চাদর !!

০৯.

ফুল

জীবনের ফুল হাতে চমকে দাঁড়াই

এত প্রাণ তোমার !

ঝরা পাপড়ির দোলাচলে

ভাসে মহিমা অপার !!

১০.

স্বপ্নভ্রমণ

এই আছি এই নেই এই তো জীবন

সময়ের সাঁকো বেয়ে স্বপ্নভ্রমণ !

স্বপ্নের ঘুড়ি ছোঁয় সুখের আপেল

রঙিন রহস্যে মজে হয়েছি গাফেল !!

১১.

গ্লোবাল ভিলেজ

আত্মার দুর্গন্ধে ভারী গ্লোবাল ভিলেজ

বিকার সভ্যতায় নাচে পিচাশের লেজ !

০৯-০৭-২০০০

ঢাকা, বাংলাদেশ ।

Email :

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244427
১৩ জুলাই ২০১৪ রাত ০৮:৪০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : গ্লোবাল ভিলেজ
আত্মার দুর্গন্ধে ভারী গ্লোবাল ভিলেজ
বিকার সভ্যতায় নাচে পিচাশের লেজ !

Thumbs Up Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File