দালাল # ... মুহাম্মদ ইউসুফ

লিখেছেন লিখেছেন মন সমন ১৫ জুন, ২০১৪, ০১:৫০:১৫ দুপুর

দালাল

... ... মুহাম্মদ ইউসুফ

[ বাংলাদেশ জেনারেশন এর পক্ষ থেকে

বিলিয়ন ডলার সমমানের প্রশ্ন ]

হাসিনা কন খালেদাকে পাকিস্থানী এজেণ্ট

খালেদা কন হাসিনাকে ভারত দাদার এজেণ্ট !!?

দুই নেতাকে ভোট দিয়েছি

তুমি আমি সে ।

বাংলাদেশী এজেণ্ট কোথায়

আমার বাংলাদেশে !!

আমজনতার ভোটে ...

গণতন্ত্র ঝুলে আছে

লীপ-সার্ভিসে, ঠোঁটে !!

স্বাধীন দেশের প্রধান নেতা

ভিন্ন দেশের দালাল !

ভোট দিয়ে কি ভুল করেছি ?

মফিজ নাকি ধইনচা আমি ?

কচু নাকি ঘেচু ?

আমজনতা কচু-ঘেচু

ধইনচা এবং মফিজ !!

বুকের ভিতর জ্বলছে আগুন

ঝলসে ওঠে !

জ্বলছে আগুন, ঝলসে ওঠে !

ঝলসে ওঠে ! জ্বলছে আগুন !

ভোট দিয়েছি ভুলে ?

ভুলের মাশুল পাওনা আমার

তাইতো আছি ঝুলে ?

ঝুলছি দুলে দুলে

তোমার আমার ভুলে ?

০৫-০১-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

Email :

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235096
১৫ জুন ২০১৪ দুপুর ০২:৫০
নূর আল আমিন লিখেছেন : দালালের বাচ্চা দালাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File