আমি দেখিনি # মুহাম্মদ আহসান হাবিব

লিখেছেন লিখেছেন মন সমন ০৯ মে, ২০১৪, ১২:১২:৫৭ দুপুর

আমি দেখিনি

মুহাম্মদ আহসান হাবিব

আমি দেখেনি কোন হিন্দু মেয়েকে,

কুরআন তিলাওয়াতে মশগুল,

দেখেছি অনেক মুসলিম মেয়েকে,

পুজায় গিয়ে দিতে ফুল!

আমি দেখিনি কোন হিন্দু যুবককে,

নামাযে যেতে মসজিদে,

দেখেছি অনেক মুসলিম যুবককে,

পুজা দিতে যায় মন্দিরে!

আমি দেখিনি কোন হিন্দু রমনির, সাঁখা সিদুর আলতা ছেড়ে,

কতিপয় মুসলিম রমনির মত, হিজাব কিবা বোরখা পরে!

কি হল মুসলিম কেনই বা তোমাদের, ভিন্ন ধর্ম প্রীতি,

কেন লাগেনা ভাল ধর্ম তোমার, মুসলিম রীতিনীতি...

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220803
১২ মে ২০১৪ রাত ০৯:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল লিখেছেন। আমাদের দেশের প্রগতিশীল মুসলমানদের অবস্থা এখন অনেকটা তাই। মিলাদে যাওয়া যাবেনা কিন্তু পূজায় যাওয়া যাবে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File