একটি সংশয় ও তার জবাব

লিখেছেন লিখেছেন মন সমন ১৬ এপ্রিল, ২০১৪, ০৩:২৮:০৫ রাত

একটি সংশয় ও তার জবাব

أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَدِينُونَ

আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে ? আস-সাফফাত, ৩৭/৫৩

وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الأوَّلُونَ قُلْ إِنَّ الأوَّلِينَ وَالآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ

আর তারা বলত, আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত (পুনরায় জীবত) হব? আর আমাদের পূর্ব্বর্তী পূর্বপুরুষদেরও কি? আপনি বলুন, নিশ্চয় পূর্ব্বর্তীরা ও পরবর্তীরা। অবশ্যই সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। আল-ওয়াকিয়া, ৫৬/৪৭-৫০

أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الأوَّلُونَ قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنْظُرُونَ

আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত (পুনরায় জীবত) হব? আর আমাদের পূর্ব্বর্তী পূর্বপুরুষদেরও কি? আপনি বলুন, হ্যাঁ আর তোমরা লাঞ্ছিত হবে। আসলে ওটা হবে একটা বিকট শব্দ আর তখনই তারা প্রত্যক্ষ করবে। আস-সাফফাত, ৩৭/১৬-১৯

أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الأرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ

আমরা যখন মরে যাব এবং মাটিতে পরিণত হব তখনও কি (আমরা পুনরুত্থিত হব)? এ ফিরে যাওয়া তো বহু দুরের ব্যাপার। অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে আর আমার কাছে সংরক্ষিত এক কিতাব আছে। বরং তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে, তাই তারা সংশয়ের মধ্যে রয়েছে। কাফ, ৫০/৩-৫

وَقَالَ الَّذِينَ كَفَرُوا أَئِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَئِنَّا لَمُخْرَجُونَ لَقَدْ وُعِدْنَا هَذَا نَحْنُ وَآبَاؤُنَا مِنْ قَبْلُ إِنْ هَذَا إِلا أَسَاطِيرُ الأوَّلِينَ قُلْ سِيرُوا فِي الأرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ

অবিশ্বাসীরা বলে, আমরা ও আমাদের পূর্বপুরুষরা যখন মাটি হয়ে যাব, তারপরও কি আমাদেরকে নিশ্চিতই বের করে উঠানো হবে? অবশ্যই ইতঃপূর্বে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছিল, এসব কেবল পুরানকালের উপকথা ছাড়া আর কিছুই নয়। আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমন কর তারপর প্রত্যক্ষ কর কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণাম। আন-নামল, ২৭/৬৭-৬৯

قَالُوا أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَآبَاؤُنَا هَذَا مِنْ قَبْلُ إِنْ هَذَا إِلا أَسَاطِيرُ الأوَّلِينَ

তারা বলে, আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত (পুনরায় জীবত) হব? অবশ্যই ইতঃপূর্বে আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছিল, এসব কেবল পুরানকালের উপকথা ছাড়া আর কিছুই নয়। মু’মিনুন, ২৩/৮২-৮৩

قُلْ لِمَنِ الأرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَذَكَّرُونَ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ

আপনি বলুন, এ যমীন ও তাতে যা আছে তা কার? যদি তোমরা জানতে! অচিরেই তারা বলবে, ‘আল্লাহর’। আপনি বলুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আপনি বলুন, সাত আসমানের রব এবং মহা আরশের রব কে? অচিরেই তারা বলবে, ‘আল্লাহ’। আপনি বলুন, তবুও কি তোমরা ভয় করবে না? আপনি বলুন, সকল কিছুর কর্তৃত্ব কার হাতে? যিনি আশ্রয় দান করেন আর যার উপর কেউ আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জানতে। তারা বলবে, ‘আল্লাহর’ আপনি বলুন, তাহলে কিভাবে তোমরা যাদুগ্রস্ত হয়ে পড়ছ? বরং আমি তাদের নিকট সত্য পাঠিয়েছি আর নিশ্চয় তারা মিথ্যাবাদী। মু’মিনুন, ২৩/৮৪-৯০

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File