অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম অবধারিত

লিখেছেন লিখেছেন মন সমন ১২ এপ্রিল, ২০১৪, ০৭:৫১:৫৯ সকাল

অবৈধ উপায়ে

সম্পদ উপার্জনকারীর জন্য

জাহান্নাম অবধারিত

ইবন আববাস রা.বর্ণিত হাদীসে রাসূল সা. বলেছেন,

‘‘আর যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে উঠে

তার জন্য দোযখের আগুনই উত্তম।’’

[ তাবারানী।]

কাব ইবন উজরাহ রা. রাসূলে কারীম সা. থেকে বর্ণনা করেন :

« ﻟَﺎ ﻳَﺪْﺧُﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺟَﺴَﺪٌ ﻏُﺬِّﻱَ ﺑِﺤَﺮَﺍﻡٍ »

‘‘যে শরীর হারাম পেয়ে হ্রষ্ট পুষ্ট হয়েছে,

তা জান্নাতে যাবে না।’’

[ আবু ইয়া‘লা, মুসনাদ আবী ইয়া‘লা, খ.১ পৃ. ৮৪।]

দুনিয়ার জীবনের কৃতকর্মের উপর ভিত্তি করে

মহান আল্লাহ মানুষের জন্য পুরুস্কার ও শাস্তি

উভয়ের ব্যবস্থা করে রেখেছেন।

যারা তাঁর অনুগত বান্দা

তারাই পুরুস্কারপ্রাপ্ত হবে।

যেহেতু অবৈধ উপায়ে উপার্জনকারী ব্যক্তি

তার অবাধ্য ও দুশমন

তাই তাদের জন্যও শাস্তি নির্ধারিত রয়েছে।

অতএব এ পন্থা অবলম্বনকারী ব্যক্তি জাহান্নামী।

বিষয়: বিবিধ

৭১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206407
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৬
নূর আল আমিন লিখেছেন : || জবাব নেই || খুব
সুন্দর বিশ্লেষন
ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File