''পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক, জাঁকজমক ...
লিখেছেন লিখেছেন মন সমন ১০ মার্চ, ২০১৪, ০৭:১৭:০৫ সন্ধ্যা
যারা দুনিয়াকে আকড়ে ধরে
পরকালের কথা ভুলে গেছেন
তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু তাআলা
সতর্কবার্তা পাঠিয়েছেন :
“তোমরা জেনে রেখো যে,
পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক,
জাঁকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ,
ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে
প্রাচুর্য লাভের প্রতিযোগিতা
ব্যতীত আর কিছুই নয়।
এর উপমা বৃষ্টি ;
যার দ্বারা উত্পন্ন ফসল
কৃষকদেরকে চমত্কৃত করে,
অতঃপর তা শুকিয়ে যায়,
ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও,
অবশেষে তা টুকরা-টুকরা (খড়-কুটায়) পরিণত হয়
এবং আখেরাতে রয়েছে কঠিন শাস্তি
এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি।
আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।”
(সূরা হাদীদ ২০ আয়াত)
অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন,
অর্থাত “নারী, সন্তান-সন্ততি,
জমাকৃত সোনা-রূপার ভান্ডার,
পছন্দসই (চিহ্নিত) ঘোড়া, চতুষ্পদ জন্তু
ও ক্ষেত-খামারের
প্রতি আসক্তি
মানুষের নিকট লোভনীয় করা হয়েছে।
এ সব ইহজীবনের ভোগ্য বস্তু।
আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে।”
( সূরা আলে ইমরান ১৪ )
তিনি আরো বলেন,
“ হে মানুষ ! আল্লাহর প্রতিশ্রুতি সত্য ;
সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে
প্রতারিত না করে এবং কোন প্রবঞ্চক যেন কিছুতেই
আল্লাহ সস্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে।”
(সূরা ফাত্বির ৫ আয়াত)
আল্লাহ তা‘আলা অন্য জায়গায় বলেন,
“প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে
রেখেছে।
যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও।
কখনও নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
আবার বলি, কখনও নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
সত্যিই, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা
জানতে (ঐ প্রতিযোগিতার পরিণাম)।”
(সূরা তাকাসুর ১-৫ আয়াত)
তিনি আরো বলেন,
এ পার্থিব জীবন তো খেল-তামাশা ছাড়া কিছুই নয়।
আর পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন ;
যদি ওরা জানত।”
(সূরা আনকাবূত ৬৪ আয়াত)
* আবূ সাইদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন
এবং আমরা তাঁর আশেপাশে বসলাম। অতঃপর তিনি
বললেন,
‘‘আমি তোমাদের উপর যার আশঙ্কা করছি তা হল এই
যে,
তোমাদের উপর দুনিয়ার শোভা ও সৌন্দর্য (এর দরজা)
খুলে দেওয়া হবে।’
সহীহুল বুখারী : ১৪৬৫, ৯২২, ২৮৪২, ৬৪২৭,
মুসলিম : ১০৫২,
নাসায়ী : ২৫৮১, ইবনু মাজাহ : ৩৯৯৫,
আহমাদ : ১০৫৫১, ১০৭৭৩,১১৪৫৫
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন