বাঙালি মুসলমান মুহিব খান

লিখেছেন লিখেছেন মন সমন ০৭ মার্চ, ২০১৪, ০৬:৪৮:০৫ সন্ধ্যা

বাঙালি মুসলমান

মুহিব খান

ইসলাম যেথা জন্মেছে, সে আরব থেকে বহুদূরে

সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আযানের সুরে

রাসূলের যুগ থেকে পনেরো শ’ বছর পরেও এসে

ঈমানের দ্বীপ জ্বলে ঘরে ঘরে আমার বাংলাদেশে

এ যে রাসূলের দোয়ার ফসল,

এ যে আল্লাহর দান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি দূর মক্কার ইসলাম থেকে কিছুতেই নহি ভিন্ন

ওই সুন্দরবনে পড়েছে আমার সাহাবার পদচিহ্ণ

আমি ওলী দরবেশ পীর থেকে পাই আল্লাহর প্রেম-ভক্তি

আর শত সংগ্রামী বীর থেকে পাই সত্যের মহাশক্তি

এ আমার শুধু নহে পরিচয়; এ আমার সম্মান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি শিখি একসাথে যিকির-জিহাদ শাহজালালের কাছে

তাই কী করে তাগুত হয় পরাভুত সে আমার জানা আছে।

আমি শিখেছি লড়াই দরবেশ সাঁই ফকির মজনু শাহর

আমি মানুষের চির-কল্যাণকামী, অনুসারী আল্লাহর,

আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি

মুক্তির সন্ধান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি চিনি সেই পথ, হাজী শরীয়ত যে পথের সংগ্রামী

আমি জেনেছি আমার ঈমানের দাবি জীবনের চেয়ে দামী

এই স্বদেশ-ধর্ম-স্ব জাতিকে দেখি সংকটে যতোবার

আমি শহীদ তিতুর ভাঙ্গা সে কেল্লা গড়ে তুলি ততোবার

আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে তাই জীবন করেছি দান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি স্বাধীন সূর্য খুজে ফিরি সেই পলাশির রাত হতে

আর বারে বারে পড়ি শত্রু-শিকল রাজাদের দাস-খতে

তবু পরাজয় আমি মানি নাকো, জানি আমারই বিজয় হবে

আজ হোক কিবা কাল হোক কিবা জানি না সে দিন কবে

জানি পতনের শেষে বিজয়ের বেশে

আসে মহা-উত্থান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

করি মুসলিম হয়ে সহাবস্থান অমুসলিমের সাথে

আমার ধর্ম আমায় শেখায় শান্তি, সন্দেহ নেই তাতে

আমি নীতি-আদর্শে মানবতাবাদী, উদার, সত্যপন্থী

আমি মননে মুক্ত, আশায় পূর্ণ, ভাষায় কিংবদন্তী

করি ধর্ম বর্ণ শ্রেণী ও কর্মে

সাম্যের আহ্বান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি গড়ি আদর্শ ঘরে, পরিবারে, সময়ে, সমাজে, রাষ্ট্রে

আমি মাজলুম হয়ে বারে বারে উঠি জালিমের ফাঁসিকাষ্ঠে

আমি বিপ্লবী, আমি বিদ্রোহী, আমি চেতনায় দুর্দান্ত

আমায় করিতো সালাম, কী আমার দাম জালিমেরা যদি জানতো

আমি দেশ-জাতি আর ধর্মের লাগি

চির নিবেদিত প্রাণ।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলামান।

আমি নিজ দেশে হই পরবাসী, হই নিজ কারাগারে বন্দী

আজও মীর জাফরের আত্মারা করে শত্রুর সাথে সন্ধি

আমি বংশানুক্রমে দ্বীপ জ্বেলে যাই, হাজার মশাল জ্বালতে

আমি জাতিকে শেখাই মুক্তির তরে রক্তের নদী ঢালতে

আমি স্বাধীনতাকামী, চির সংগ্রামী,

আমি চির অম্লান

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি খান জাহানের কুম্ভীর, আমি শা-মাখদুমের বাঘিনী

আমি হাজার বছর আগেই জেগেছি, নয়া করে আজ জাগিনি

আমি বখতিয়ারের তরবারি লয়ে জাগি নির্ভয়ে আজিও

ওরে দুশমন যদি চায় মন তবে যুদ্ধ দামামা বাজিও

আমি মৃত্যুর মুখে গেয়ে যাই সুখে

সত্যের জয়গান।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

আমি সাগরে মিশেছি, পাহাড়ে মিশেছি, জমিনে হয়েছি চূর্ণ

আমি আকাশে বাতাসে শাসে-নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ

আমি এই বাংলার সবুজের ভিড়ে ষোলো কোটি হয়ে ছড়ানো

জানি যতো দিন রবে চন্দ্র সূর্য; যাবে না আমায় সরানো

আমার এক হাতে রবে সবুজ পতাকা,

এক হাতে কুরআন।

বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।

Muhib khan

বিষয়: বিবিধ

৭৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188510
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ফেরারী মন লিখেছেন : সত্যি অপূর্ব আপনার লেখনি। ভেরি নাইচ গো এহেড দোয়া ফর ইউ
188777
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
সজল আহমেদ লিখেছেন : অনেক অনেক ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File