আমরাই চোর নির্মাতা !!
লিখেছেন লিখেছেন মন সমন ৩০ ডিসেম্বর, ২০১৩, ১১:০৫:০৭ সকাল
আমরাই চোর নির্মাতা !!
টাকাই ধর্ম
টাকাই কর্ম
টাকাই বর্ম
টাকাই রাজার নীতি
আমজনতা আজ তাকিয়ে দেখে
রাজাদের ভীমরতি !
তাহারা রাজা
আমরা প্রজা
আমরা প্রজাতন্ত্রী
লুটের টাকায় আট গুণ ভারী
আমাদের সাদা ( ? ) মন্ত্রী !!
লাইন দিয়ে ভোট দিয়ে
বানাবো চোর বাটপার
কর্ম যেমন ফলও তেমন
মনে রাখা দরকার !!
আমরা বানাই চোর
অথচ চাই শুভ্র ভোর
আমরাই চোর নির্মাতা
আমরাই যা তা , বিবেক নাই
নাই আগামাথা !!
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন