আমি না, আমি না // মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মন সমন ২৯ নভেম্বর, ২০১৩, ০১:৩৭:০২ রাত
আমি না, আমি না
... ... ... মুর্শিদ-উল-আলম
শক্ত কিছু কইতে আমার ইচ্ছে করে
বলি না
বড় কিছু করতে আমার ইচ্ছে করে
পারি না
বড় বেশী ভীতুর হাড্ডি এই আমি
জানি না
কত্ত কিছু করার আছে এই আমার
করি না !
কত্ত কিছু লেখার আছে মনে আসে
লেখি না
হয়ত কেউ করবে এসব
হয়ত কেউ বলবে এসব
আমি না, আমি না !
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন