সাংবাদিকতা // ... ... ... সাঈদ আহমেদ
লিখেছেন লিখেছেন মন সমন ২৭ নভেম্বর, ২০১৩, ০৫:৫৭:২৭ বিকাল
সাংবাদিকতা
... ... ... সাঈদ আহমেদ
তিলটাকে তাল করি
তালটাকে তিল,
মাঝরাতে ফোন পেয়ে
নিউজটা 'কিল' |
যাহা দেখি হুবহু
লিখতে বারণ ,
অবোধ পাঠক তার
জানেনা কারণ |
হলুদটা বেছে নিই
সব রং বাদ |
মাধুরী মিশিয়ে লিখি
'ঠিক' সংবাদ |
সত্যের টুটি চাপি
এই বিবেকে ,
মিডিয়ার ক্ষতে বলো
হাত দিবে কে ?
20.11.10
|
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন