প্রসংগ : পহেলা বৈশাখ
লিখেছেন লিখেছেন সরল মন ১৪ এপ্রিল, ২০১৫, ১২:৩০:৪৬ দুপুর
সম্রাট আকবর কি বারোটি বাংলা মাসের মধ্যে আর কোন মাস খুজে পাননি, যেটা দিয়ে উনি বাংলা নববর্ষ শুরু করতে পারতেন। কেননা বাংলা বারোটি মাসের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ মাসগুলোর একটি হচ্ছে এই বৈশাখ মাস। এই বৈশাখ মাসেই বৈশাখি ঝড় থেকে শুরু করে, নানা ধরনের ঝড়ঝাপটা, দুর্যোগ বহে যায় দেশবাসীর উপড় দিয়ে। আর সেই কারনে দেশের মানুষকে বছরের শুরুটাই করতে হয় মনের মধ্যে নানা দুর্যোগ আর শঙ্কার মধ্য নিয়ে।
আসলে সম্রাট আকবর তো দেশবাসীর চিন্তা করে এই মাসটি বেছে নেন নি। উনি উনার সুবিধার জন্যেই এই মাসটিকে বেছে নিয়েছিলেন। কারন কৃষক এই সময়ে তাঁদের সোনার ফসল ঘরে তুলতেন। আর সেই কারনে, এই সমায়টাকেই সম্রাট আকবর বেছে নিয়েছিলেন, প্রজাদের কাছে থেকে খাজনা আদায়ের মোক্ষম সময় হিসেবে।
সুতরাং বুঝতেই পারছেন "পহেলা বৈশাখ" চালু করা হয়েছিল বাঙালীদের খাজনা আদায় এর জন্য যা ছিল মানুষকে শোষণ করার হাতিয়ার। তাহলে মানুষকে শোষণ করার দিন টি কিভাবে উৎসব হয়?? বাঙ্গালিরা কি তাহলে এতই বুদ্ধিহীন হয়ে গেছে যে নিজের ভাল কোনটা তা বুঝে না।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন