পাইকগাছায় যুবলীগ নেতার কান কর্তন
লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১৫ মার্চ, ২০১৬, ১১:৫০:৩০ সকাল
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে | ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার
পূর্বশত্রুতার জের ধরে খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ শহীদ হোসেন বাবুলের (৫৫) কান কেটে নিয়েছে এক যুবক। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত যুবলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইকগাছা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গদাইপুর ইউপির মেলেক পুরাইকাটি গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ শহীদ হোসেন বাবুল (৫৫) রোববার সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের পক্ষে মুক্তির মোড়ে প্রচারণার কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রচারণা শেষে মোটরসাইকেলে উঠে ফিরে আসার প্রস্তুতি নেয়ার সময় গদাইপুর গ্রামের কাসেম সরদারের ছেলে মো. কালাম সরদার (২৫) বাবুলকে বলে কাকা কথা আছে। এ সময় বাবুলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কোনো কিছু বুঝে উঠার আগেই কালাম পকেটে থাকা ছুরি বের করে বাবুলের বাম কান সম্পূর্ণ কেটে নিয়ে গালে ঢুকিয়ে পালিয়ে যায় বলে বাবুলের ভাই ইউপি সদস্য লিটন জানিয়েছেন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে স্থানীয় একটি বাড়ি থেকে কালামকে গ্রেপ্তার করে। ইউপি সদস্য লিটন জানান, কালাম একজন নেশাখোর। ওসি (তদন্ত) মো. আলমগীর কবির বলেন, এ ঘটনায় কালামকে গ্রেপ্তার করা হয়েছে।
==্
Source:http://mzamin.com/article.php?mzamin=5669
বিষয়: রাজনীতি
৮৮১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন