‘নেতারা তৎপর হলে হাসিনার রাজত্ব থাকতো না’

লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১৪ মার্চ, ২০১৬, ১১:১৮:৫১ সকাল

স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৬, রবিবার

দলের নেতারা রাজপথে তৎপর হলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজত্ব থাকতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির স;দস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, পদ পাওয়ার জন্য বিএনপি নেতারা যে পরিমাণ তৎপর রাজপথে তার অর্ধেক তৎপরতা থাকলেও দেশে শেখ হাসিনার রাজত্ব থাকত না। খালেদা জিয়ার রাজত্ব কায়েম হতো। আজ দুপুরে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, ১৯শে মার্চ কাউন্সিলের দিন কোন ষড়যন্ত্র হবে কি, হবে না তা আমরা জানি না। তবে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কিছু ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে। মহানগর নেতাদের সম্মেলনে প্রস্তাব করার ক্ষেত্রে নিজেদের ছবি ব্যবহার না করার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, পুরা ছবি আপনার আর পাসপোর্ট সাইজে খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন, এমন হবে না। খুব বেশি হলে সৌজন্য দিয়ে নিজের নাম দেবেন। ছবি না। মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, মহানগরের উপদেষ্টা এমএ সালাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়: রাজনীতি

৯৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362421
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩২
কুয়েত থেকে লিখেছেন : দলের নেতারা রাজপথে তৎপর হলে শেখ হাসিনার রাজত্ব থাকতো না বলে যে মন্তব্য করেছেন তা ১০০% ঠিক বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। ধন্যবাদ আপনাকে
362475
১৪ মার্চ ২০১৬ রাত ১০:২৯
শেখের পোলা লিখেছেন : বাবুতো বাবুই৷ তবে কথাটা হাচাই কইছেন৷ মানুষ আজ দল করেনা করে ব্যবসা৷ তাই লাভই তার লক্ষ্য লোকসান বা কষ্ট নয়৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File