বাংলাদেশের হয়ে শচিনের উইকেট পেয়েছেন যারা

লিখেছেন লিখেছেন এইচ এম ফজল ১৬ নভেম্বর, ২০১৩, ০৯:৪৬:৩৬ রাত

১৬ নভেম্বর, ক্রীড়া ডেস্কঃ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে মোট ১৪ বার আউট হয়েছেন শচীন টেন্ডুলকার। বাংলাদেশের দুইজন বোলার দুই ধরনের ক্রিকেটেই দুইবার করে আউট করেছেন শচীনকে। একজন মোহাম্মদ রফিক, অপরজন মাশরাফি। এখানে রফিক একটু এগিয়ে; তিনি দুইবারই সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন ‘লিটল মাস্টারকে’!

বাংলাদেশের হয়ে প্রথমবার শচীনকে আউট করেন মোহাম্মদ রফিক। ১৯৯৫ সালে শারজায় পেপসি এশিয়া কাপের প্রথম ম্যাচে শচীনকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি।

১৯৯৭ সালের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে শচীনকে দ্বিতীয়াবার শিকার করেন এনামুল হক মনি। ১৯৯৮ সালে শচীনকে আবার ঘায়েল করেন মোহাম্মদ রফিক। ঢাকায়, সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপে নিজের বলে ক্যাচ নিয়ে শচীনকে ফেরান তিনি।

১৯৯৮ সালের ২৫ মে, বাংলাদেশের হয়ে চতুর্থবার শচীনের উইকেট দখল করেন আতহার আলী খান। ওই ম্যাচে ব্যাট হাতে শূন্য করেছিলেন আতহার। পঞ্চমবার শচীনকে ফেরান মুশফিকুর রহমান, ২০০০ সালের ৩০ মে। মুশফিক বাবু নামেই যিনি সমধিক পরিচিত। ষষ্টবার শচীনকে শিকার করেন নাজমুল হোসেন। খালেদ মাসুদের কাছে ক্যাচ বানিয়ে শচীনকে ফেরান তিনি।

২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট স্পেনের বিখ্যাত সেই ম্যাচে শচীনকে আউট করেছিলেন আব্দুর রাজ্জাক। উইকেট কিপার মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফিরেছিলেন সেই ম্যাচে পরাজিত দলে থাকা শচীন। ওই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলো ভারত।

২০১১ এর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শচীন হয়েছিলেন রান আউট। সাকিব ও মুশফিকের মিলিত চেষ্টায় আউট হয়েছিলেন তিনি। সর্বশেষ বাংলাদেশের পক্ষে নবমবার শচীন বাংলাদেশের বিপক্ষে আউট হয়েছিলেন এশিয়া কাপে। উইকেটটি নিয়েছিলেন মাশরাফি। ওই ম্যাচেই শচীন ইতিহাসের মাত্র প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরিটি করেন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে শচীনকে প্রথম শিকার করেন নাঈমুর রহমান দূর্জয়। বাংলাদেশ অভিষেক টেস্টে শচীনকে আউট করছিলেন তিনি। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে শচীনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে টেস্টে দ্বিতীয়বার তাকে শিকার করেছিলেন মাশরাফি।

২০০৭ সালের মে মাসে চট্টগ্রামে টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয়বার শচীনের উইকেট দখল করেন শাহাদাত হোসেন। আশরাফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন শচীন। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শচীনকে বোল্ড করে চতুর্থবার তার উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক।

২০১০ সালে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শচীনকে বাংলাদেশের হয়ে পঞ্চমবার শিকার করেন রুবেল হোসেন। এলবিডব্লিউ হয়ে আউট হয়েছিলেন শচীন। একই বছর ঢাকা টেস্টে শচীনকে ফিরিয়েছিলেন সাকিব। বাংলাদেশের বিপক্ষে এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি ব্যাটিং জিনিয়াসের। আর হবেও না!

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File